কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা তাঁকে হত্যার জন্য তাঁর বড় ভাই ও সেতুমন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট ইসরাতুন্নেছা কাদেরকে অভিযুক্ত করেছেন। কাদের মির্জা বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থতার সুযোগে তাঁর স্ত্রী, সেতুমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর, এমপি একরামুল করিম চৌধুরী এবং এমপি নিজাম হাজারী এখনো আমাকে হত্যার ষড়যন্ত্র করছে।’
বসুরহাট পৌরসভার বটতলায় আয়োজিত কালো দিবস পালন ও বিক্ষোভ সমাবেশে বুধবার বিকেলে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, ‘সাংবাদিক মুজাক্কির ও শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন হত্যা নিয়ে জজ মিয়া নাটক সাজানো হচ্ছে। খুনি সন্ত্রাসী পাঙ্খা বেলাল ও ফাল্গুনকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হলে এ দুটি খুনের রহস্য উদ্ঘাটনে হবে।’
বসুরহাট পৌরসভার মেয়র বলেন, ‘একটি হত্যার বিচার না হলে, আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত বছর ৯ মার্চ কালো রাতে আমাকে হত্যার উদ্দেশে পৌর ভবনে দুই হাজারের বেশি গুলি ছোড়া হয়েছিল। কিন্তু এ ঘটনার এখনো কোন কুল-কিনারা হয়নি।’
কাদের মির্জার অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্ব সমাবেশে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহসভাপতি হাসান ইমাম বাদল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, মুছাপুর ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা বেগম শিপা, যুবলীগ সাধারণ সম্পাদক নজিম উদ্দনি মুন্না প্রমুখ।
কাদের মির্জা অভিযোগ করে বলেন, ‘গতবারও আমি আমেরিকা যাওয়ার পর আমার নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও পিবিআইয়ের দুর্নীতিবাজ অফিসার মোস্তাফিজ সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করেছিল। আগামী ১৩ মার্চ আমি আমেরিকা যাচ্ছি। আবারও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে। সকলে সতর্ক থাকবেন। কাল রাতে দুর্নীতিবাজ ইউএনও মো. জয়িউল হক মীর কোম্পানীগঞ্জ থেকে পালিয়ে গেছে। যদি আমার নেতা–কর্মীদের হয়রানি করা হয়, তাহলে নারী-পুরুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজ ওসিকে তাড়ানোর ব্যবস্থা করা হবে।’
অপরদিকে কাদের মির্জার প্রতিপক্ষ ও উপজেলা আওয়ামী লীগ চাপরাশিরহাট বাজারে সাংবাদিক মুজাক্কির হত্যার ঘটনাস্থলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সাংবাদিক মুজাক্কির, শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন হত্যাকাণ্ড, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার সঙ্গে জড়িত মেয়র কাদের মির্জা ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মজিনুর রহমান বাদল, মহিলা আওয়ামী লীগের সভাপতি আরজুমান পারভীন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তিন ভাগনে দলের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু প্রমুখ।
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা তাঁকে হত্যার জন্য তাঁর বড় ভাই ও সেতুমন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট ইসরাতুন্নেছা কাদেরকে অভিযুক্ত করেছেন। কাদের মির্জা বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থতার সুযোগে তাঁর স্ত্রী, সেতুমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর, এমপি একরামুল করিম চৌধুরী এবং এমপি নিজাম হাজারী এখনো আমাকে হত্যার ষড়যন্ত্র করছে।’
বসুরহাট পৌরসভার বটতলায় আয়োজিত কালো দিবস পালন ও বিক্ষোভ সমাবেশে বুধবার বিকেলে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, ‘সাংবাদিক মুজাক্কির ও শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন হত্যা নিয়ে জজ মিয়া নাটক সাজানো হচ্ছে। খুনি সন্ত্রাসী পাঙ্খা বেলাল ও ফাল্গুনকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হলে এ দুটি খুনের রহস্য উদ্ঘাটনে হবে।’
বসুরহাট পৌরসভার মেয়র বলেন, ‘একটি হত্যার বিচার না হলে, আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত বছর ৯ মার্চ কালো রাতে আমাকে হত্যার উদ্দেশে পৌর ভবনে দুই হাজারের বেশি গুলি ছোড়া হয়েছিল। কিন্তু এ ঘটনার এখনো কোন কুল-কিনারা হয়নি।’
কাদের মির্জার অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্ব সমাবেশে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহসভাপতি হাসান ইমাম বাদল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, মুছাপুর ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা বেগম শিপা, যুবলীগ সাধারণ সম্পাদক নজিম উদ্দনি মুন্না প্রমুখ।
কাদের মির্জা অভিযোগ করে বলেন, ‘গতবারও আমি আমেরিকা যাওয়ার পর আমার নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও পিবিআইয়ের দুর্নীতিবাজ অফিসার মোস্তাফিজ সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করেছিল। আগামী ১৩ মার্চ আমি আমেরিকা যাচ্ছি। আবারও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে। সকলে সতর্ক থাকবেন। কাল রাতে দুর্নীতিবাজ ইউএনও মো. জয়িউল হক মীর কোম্পানীগঞ্জ থেকে পালিয়ে গেছে। যদি আমার নেতা–কর্মীদের হয়রানি করা হয়, তাহলে নারী-পুরুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজ ওসিকে তাড়ানোর ব্যবস্থা করা হবে।’
অপরদিকে কাদের মির্জার প্রতিপক্ষ ও উপজেলা আওয়ামী লীগ চাপরাশিরহাট বাজারে সাংবাদিক মুজাক্কির হত্যার ঘটনাস্থলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সাংবাদিক মুজাক্কির, শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন হত্যাকাণ্ড, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার সঙ্গে জড়িত মেয়র কাদের মির্জা ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মজিনুর রহমান বাদল, মহিলা আওয়ামী লীগের সভাপতি আরজুমান পারভীন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তিন ভাগনে দলের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু প্রমুখ।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৮ ঘণ্টা আগে