কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে দুই লাখ টাকা চাঁদার দাবিতে বীর মুক্তিযোদ্ধা ও তাঁর ছেলেকে মারধর করে ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিকান্দি গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান মান্নান (৮০) ও তাঁর ছেলে ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন সরকারকে মারধর করে অলিখিত স্ট্যাম্পে সই নেন মো. গোলাম মোস্তফা সরকার। এ ঘটনায় গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অভিযোগপত্র ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান মান্নানের পরিবারের সঙ্গে এক প্রতিবেশীর জমিসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। প্রতিবেশীরা বিভিন্ন সময়ে বহিরাগত লোকজন নিয়ে ওই বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের লোকজনের ওপর হামলা করেছেন এবং বীর মুক্তিযোদ্ধার ছেলে রুহুল আমিনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে করেছেন।
অভিযোগপত্র ও স্থানীয় লোকজন সূত্রে আরও জানা গেছে, গত শনিবার দুপুরে এক প্রতিবেশী ও গোলাম মোস্তফা সরকারের নেতৃত্বে আট-নয়জনের একটি দল লাঠিসোঁটা, হকিস্টিক ও গ্যাসপাইপ নিয়ে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে এসে তাঁর ছেলের কাছে পুনরায় দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তিনি চাঁদা দিতে না পারায় বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, তাঁর ছেলে রুহুল আমিন ও ভাতিজা মো. শাকিল সরকারকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের ছেলে রুহুল আমিন বাদী হয়ে আট-নয়জনকে আসামি করে গতকাল রোববার থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ২ নম্বর আসামি মো. গোলাম মোস্তফা সরকারকে গতকাল রাতেই গ্রেপ্তার করে।
মামলার বাদী ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন সরকার বলেন, ‘আসামিরা উচ্ছৃঙ্খল ও চাঁদাবাজ। গোলাম মোস্তফা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ভাগনে হওয়ার সুবাদে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির মাধ্যমে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছেন। তিনি এলাকার লোকজনদের জিম্মি করে বিভিন্নভাবে টাকা-পয়সা হাতিয়ে নেন। অনেক দিন ধরে আমাকে চাঁদা দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছেন। চাঁদা না দিলে জানে মেরে ফেলারও হুমকি দেন। গত শনিবার গোলাম মোস্তফা ও তাঁর লোকজন আমাদের বাড়িতে এসে চাঁদা চাইলে, না দেওয়ায় আমার বাবাসহ আমাদের মারধর করে এবং আমার কাছ থেকে ১০০ টাকার তিনটি ফাঁকা স্ট্যাম্পে জোর সই নেন।’
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা দেবীদ্বার থানার উপপুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের পর মো. গোলাম মোস্তফা সরকার নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।’
কুমিল্লার দেবীদ্বারে দুই লাখ টাকা চাঁদার দাবিতে বীর মুক্তিযোদ্ধা ও তাঁর ছেলেকে মারধর করে ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিকান্দি গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান মান্নান (৮০) ও তাঁর ছেলে ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন সরকারকে মারধর করে অলিখিত স্ট্যাম্পে সই নেন মো. গোলাম মোস্তফা সরকার। এ ঘটনায় গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অভিযোগপত্র ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান মান্নানের পরিবারের সঙ্গে এক প্রতিবেশীর জমিসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। প্রতিবেশীরা বিভিন্ন সময়ে বহিরাগত লোকজন নিয়ে ওই বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের লোকজনের ওপর হামলা করেছেন এবং বীর মুক্তিযোদ্ধার ছেলে রুহুল আমিনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে করেছেন।
অভিযোগপত্র ও স্থানীয় লোকজন সূত্রে আরও জানা গেছে, গত শনিবার দুপুরে এক প্রতিবেশী ও গোলাম মোস্তফা সরকারের নেতৃত্বে আট-নয়জনের একটি দল লাঠিসোঁটা, হকিস্টিক ও গ্যাসপাইপ নিয়ে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে এসে তাঁর ছেলের কাছে পুনরায় দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তিনি চাঁদা দিতে না পারায় বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, তাঁর ছেলে রুহুল আমিন ও ভাতিজা মো. শাকিল সরকারকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের ছেলে রুহুল আমিন বাদী হয়ে আট-নয়জনকে আসামি করে গতকাল রোববার থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ২ নম্বর আসামি মো. গোলাম মোস্তফা সরকারকে গতকাল রাতেই গ্রেপ্তার করে।
মামলার বাদী ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন সরকার বলেন, ‘আসামিরা উচ্ছৃঙ্খল ও চাঁদাবাজ। গোলাম মোস্তফা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ভাগনে হওয়ার সুবাদে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির মাধ্যমে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছেন। তিনি এলাকার লোকজনদের জিম্মি করে বিভিন্নভাবে টাকা-পয়সা হাতিয়ে নেন। অনেক দিন ধরে আমাকে চাঁদা দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছেন। চাঁদা না দিলে জানে মেরে ফেলারও হুমকি দেন। গত শনিবার গোলাম মোস্তফা ও তাঁর লোকজন আমাদের বাড়িতে এসে চাঁদা চাইলে, না দেওয়ায় আমার বাবাসহ আমাদের মারধর করে এবং আমার কাছ থেকে ১০০ টাকার তিনটি ফাঁকা স্ট্যাম্পে জোর সই নেন।’
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা দেবীদ্বার থানার উপপুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের পর মো. গোলাম মোস্তফা সরকার নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৭ মিনিট আগেনুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৩১ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগে