বিএনপির ২৭ দফা আগামীর স্বপ্ন: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

বিএনপির ২৭ দফা দেশের আগামী দিনের স্বপ্ন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটি সব দল, ধর্ম-বর্ণ, ভাষা ও মত একসঙ্গে মিলে একটি রংধনুর মতো সুন্দর হবে।’ এ সময় তিনি আওয়ামী লীগ কী বলল সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলেও মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরের প্যারেড মাঠে পূর্ণচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা উপসংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবির জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ও ধর্মীয় মহাসম্মেলনে আমীর খসরু এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা এবং অধিকার নিশ্চিত করতে আমাদের রাজনীতি। আর এর বিপরীতে যারা দাঁড়িয়ে আছেন তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। তাদের সরিয়ে আগামী দিনে যে নতুন জাতীয় সরকার গঠন হবে, সে সরকার ২৭ দফা বাস্তবায়ন করবে।’

জাতীয়তাবাদী বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নগর বিএনপি আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাসেম বক্কর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত