নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদ্রাসার অফিস কক্ষে এক ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির শিক্ষক শিহাব উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগীর মা থানায় মামলা করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
শিহাব উদ্দিনের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক গ্রামে। তিনি নাসিরনগর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে শিহাবকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বভাগ ইউনিয়নের একটি মাদ্রাসার ওই শিক্ষার্থীকে মাদ্রাসায় পড়াকালীন বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন শিক্ষক শিহাব উদ্দিন। গত ২৩ আগস্ট ভুক্তভোগী ছাত্রীকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে কৌশলে ধর্ষণ করেন শিহাব। বিষয়টি কাউকে না জানাতে বিভিন্নভাবে ওই ছাত্রীকে প্ররোচিত করেন তিনি। পরবর্তীকালে ৯ সেপ্টেম্বর ওই ছাত্রীকে ফোন করে মাদ্রাসার অফিস কক্ষে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে আবারও ধর্ষণ করেন শিহাব উদ্দিন। ধর্ষণের পর অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানায়।
পরে শিক্ষার্থীর মা বাদী হয়ে গতকাল (১৫ সেপ্টেম্বর) রাতে নাসিরনগর থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই আসামি শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগীর মা বলেন, ‘শিহাব উদ্দিন আমার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। আমরা শিহাব উদ্দিনের বিচার চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুদ্দিন বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা ছাত্রী ও শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছি। বিষয়টি নিয়ে কয়েকবার বসা হয়েছে। মাদ্রাসা থেকে ছাত্রী-শিক্ষক উভয়কে বের করে দেওয়া হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদ্রাসার অফিস কক্ষে এক ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির শিক্ষক শিহাব উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগীর মা থানায় মামলা করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
শিহাব উদ্দিনের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক গ্রামে। তিনি নাসিরনগর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে শিহাবকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বভাগ ইউনিয়নের একটি মাদ্রাসার ওই শিক্ষার্থীকে মাদ্রাসায় পড়াকালীন বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন শিক্ষক শিহাব উদ্দিন। গত ২৩ আগস্ট ভুক্তভোগী ছাত্রীকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে কৌশলে ধর্ষণ করেন শিহাব। বিষয়টি কাউকে না জানাতে বিভিন্নভাবে ওই ছাত্রীকে প্ররোচিত করেন তিনি। পরবর্তীকালে ৯ সেপ্টেম্বর ওই ছাত্রীকে ফোন করে মাদ্রাসার অফিস কক্ষে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে আবারও ধর্ষণ করেন শিহাব উদ্দিন। ধর্ষণের পর অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানায়।
পরে শিক্ষার্থীর মা বাদী হয়ে গতকাল (১৫ সেপ্টেম্বর) রাতে নাসিরনগর থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই আসামি শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগীর মা বলেন, ‘শিহাব উদ্দিন আমার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। আমরা শিহাব উদ্দিনের বিচার চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুদ্দিন বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা ছাত্রী ও শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছি। বিষয়টি নিয়ে কয়েকবার বসা হয়েছে। মাদ্রাসা থেকে ছাত্রী-শিক্ষক উভয়কে বের করে দেওয়া হয়েছে।’
নেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
২ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
২২ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগে