নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর একটি নির্বাচনী অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া এই প্রার্থীর গণসংযোগে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ও রাতে পৃথক এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
এসব ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় লোকজন জানান, সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থক মিস্টার মেম্বারের নিজের অফিসে গতকাল রাতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি, ককটেল বিস্ফোরণ ও পেট্রল দিয়ে আগুন দেয় কয়েকজন দুর্বৃত্ত।
এ ছাড়া গতকাল বিকেলে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের দীঘিরজান বাজারে আতাউর রহমান ভূঁইয়া মানিক সমর্থকদের নিয়ে নিয়মিত প্রচারণার অংশ হিসেবে দিঘিরজান বাজারে যান। এ সময় তাঁর গণসংযোগের বহরে হামলা চালায় একদল হেলমেট বাহিনী। এতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া বলেন, ‘বারবার এভাবে হামলা, অগ্নিসংযোগ, গুলির ঘটনা ঘটাচ্ছে একদল হেলমেট বাহিনী। এ সব ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি শঙ্কিত।’
এদিকে কয়েক দিন ধরে নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী মোরশেদ আলম ও স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কয়েক দফা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে এক প্রার্থী অন্য প্রার্থীর লোকজনের বিরুদ্ধে হত্যার হুমকি, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ তুলেছেন। এসব ঘটনায় শান্তিপূর্ণ নির্বাচন ও নির্বাচনের দিন কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন সাধারণ ভোটাররা।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর একটি নির্বাচনী অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া এই প্রার্থীর গণসংযোগে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ও রাতে পৃথক এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
এসব ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় লোকজন জানান, সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থক মিস্টার মেম্বারের নিজের অফিসে গতকাল রাতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি, ককটেল বিস্ফোরণ ও পেট্রল দিয়ে আগুন দেয় কয়েকজন দুর্বৃত্ত।
এ ছাড়া গতকাল বিকেলে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের দীঘিরজান বাজারে আতাউর রহমান ভূঁইয়া মানিক সমর্থকদের নিয়ে নিয়মিত প্রচারণার অংশ হিসেবে দিঘিরজান বাজারে যান। এ সময় তাঁর গণসংযোগের বহরে হামলা চালায় একদল হেলমেট বাহিনী। এতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া বলেন, ‘বারবার এভাবে হামলা, অগ্নিসংযোগ, গুলির ঘটনা ঘটাচ্ছে একদল হেলমেট বাহিনী। এ সব ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি শঙ্কিত।’
এদিকে কয়েক দিন ধরে নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী মোরশেদ আলম ও স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কয়েক দফা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে এক প্রার্থী অন্য প্রার্থীর লোকজনের বিরুদ্ধে হত্যার হুমকি, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ তুলেছেন। এসব ঘটনায় শান্তিপূর্ণ নির্বাচন ও নির্বাচনের দিন কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন সাধারণ ভোটাররা।
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
৮ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
১৪ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৩৬ মিনিট আগে