ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা

খাগড়াছড়ি সংবাদদাতা 
Thumbnail image
মিটন চাকমা

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মিটন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরে উপজেলার সীমান্তবর্তী দুদকছড়া ভারতবর্ষ পাড়ায় এ ঘটনা ঘটে।

মিটন দীঘিনালা উপজেলাধীন উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে জেএসএসের বক্তব্য পাওয়া যায়নি। ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, মিটন ২০২২ সালে ইউপিডিএফে যোগ দেন।

সংগঠনের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, গতকাল দুপুর ১২টার দিকে খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ইউপিডিএফ সংগঠক মিটন নিহত হন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘রোববার সকাল থেকে পানছড়ির লোগাং এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা গেছে। কিন্তু হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি।’

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘দুর্গম এলাকা হওয়ায় আমরা সেখানে যেতে পারিনি এবং লাশ এখনো উদ্ধার করা হয়নি। খোঁজখবর রাখছি।’

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর খাগড়াছড়ির পানছড়িতে লতিবান ইউনিয়নে ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) তিন কর্মীকে গুলি করে হত্যা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত