Ajker Patrika

কুমিল্লায় বসত ঘর থেকে যুবককে লাশ উদ্ধার, স্ত্রী আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
এজাহার উদ্দিন বাবলা। ফাইল ছবি
এজাহার উদ্দিন বাবলা। ফাইল ছবি

কুমিল্লার লালমাইয়ে বসত ঘর থেকে এজাহার উদ্দিন বাবলা (১৯) নামে এক যুবককে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই যুবকের স্ত্রীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাবলা সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার চন্ডীপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। তিনি লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের ইমন হোসেনের ডেইরি ফার্মে কাজ করতেন।

জানা যায়, এজাহার উদ্দিন বাবলার স্ত্রী জান্নাতুল নাঈমকে নিয়ে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। এক বছর আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভুলুয়াপাড়া গ্রামে বিয়ে করেন তিনি।

বাবলার পাশের কক্ষের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘এই দম্পতি এক সপ্তাহ আগে কক্ষটি ভাড়া নেন। শনিবার রাত ১১টায় বাবলার স্ত্রী আমাদের ডেকে তাদের কক্ষে নিয়ে যান। আমরা গিয়ে দেখি, বাবলার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেছেন, তার স্বামী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।’

বাবলার ভাই রায়হান উদ্দিন বলেন, ‘আমার ভাইকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে তার স্ত্রী। এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মৃতের ভাই রায়হান বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত