সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী হোসেন সোহাগ (২৮) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি দেশটির স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রশাসনিক জটিলতা শেষে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ নিজ বাড়ি ফেনীর সোনাগাজীতে আনা হয়। আজ শুক্রবার চরচান্দিয়ার আকরাম উদ্দিন মিয়াজি জামে মসজিদে সোহাগের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সোহাগ দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আকরাম উদ্দিন মিয়াজি বাড়ির রফিকুল ইসলামের ছেলে। দুই ভাই আর চার বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। নয় মাস আগে তিনি বিদেশে পাড়ি জমান। এর এক মাস আগে তিনি বিয়ে করেছিলেন।
সোহাগের স্বজনদের বরাত দিয়ে উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী কমিউনিটির সভাপতি ইমাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সোহাগ যে নির্মাণাধীন ভবনে কাজ করতেন সেটি ১০ তলা। তিনি ৭ তলা ভবনে কাজ করছিলেন। হঠাৎ একটি কাঠের টুকরা মাথায় এসে পড়লে ওই ভবন থেকে তিনি নিচে পড়ে যান।
স্থানীয় ইউপি সদস্য এস্কান্দার রকি আজকের পত্রিকাকে বলেন, ‘সোহাগ গত শুক্রবার সাইপ্রাসে মারা যাওয়ার সংবাদ পাওয়ার পর আমরা এখান থেকে তাঁর মরদেহ পেতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি। এরপর গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ দেশে আসে। আজ শুক্রবার তাঁর দাফন সম্পন্ন হয়।’
এদিকে সোহাগের জানাজার নামাজে চরচান্দিয়ার সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, ইউপি সদস্য এস্কান্দার রকি, লিটন, উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী কমিউনিটির সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ হাজারও মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজার নামাজের ইমামতি করেন সোনাগাজী ইসলামীয়া কামিল মাস্টার্স মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন।
উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী হোসেন সোহাগ (২৮) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি দেশটির স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রশাসনিক জটিলতা শেষে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ নিজ বাড়ি ফেনীর সোনাগাজীতে আনা হয়। আজ শুক্রবার চরচান্দিয়ার আকরাম উদ্দিন মিয়াজি জামে মসজিদে সোহাগের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সোহাগ দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আকরাম উদ্দিন মিয়াজি বাড়ির রফিকুল ইসলামের ছেলে। দুই ভাই আর চার বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। নয় মাস আগে তিনি বিদেশে পাড়ি জমান। এর এক মাস আগে তিনি বিয়ে করেছিলেন।
সোহাগের স্বজনদের বরাত দিয়ে উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী কমিউনিটির সভাপতি ইমাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সোহাগ যে নির্মাণাধীন ভবনে কাজ করতেন সেটি ১০ তলা। তিনি ৭ তলা ভবনে কাজ করছিলেন। হঠাৎ একটি কাঠের টুকরা মাথায় এসে পড়লে ওই ভবন থেকে তিনি নিচে পড়ে যান।
স্থানীয় ইউপি সদস্য এস্কান্দার রকি আজকের পত্রিকাকে বলেন, ‘সোহাগ গত শুক্রবার সাইপ্রাসে মারা যাওয়ার সংবাদ পাওয়ার পর আমরা এখান থেকে তাঁর মরদেহ পেতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি। এরপর গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ দেশে আসে। আজ শুক্রবার তাঁর দাফন সম্পন্ন হয়।’
এদিকে সোহাগের জানাজার নামাজে চরচান্দিয়ার সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, ইউপি সদস্য এস্কান্দার রকি, লিটন, উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী কমিউনিটির সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ হাজারও মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজার নামাজের ইমামতি করেন সোনাগাজী ইসলামীয়া কামিল মাস্টার্স মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৩৮ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে