সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী হোসেন সোহাগ (২৮) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি দেশটির স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রশাসনিক জটিলতা শেষে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ নিজ বাড়ি ফেনীর সোনাগাজীতে আনা হয়। আজ শুক্রবার চরচান্দিয়ার আকরাম উদ্দিন মিয়াজি জামে মসজিদে সোহাগের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সোহাগ দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আকরাম উদ্দিন মিয়াজি বাড়ির রফিকুল ইসলামের ছেলে। দুই ভাই আর চার বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। নয় মাস আগে তিনি বিদেশে পাড়ি জমান। এর এক মাস আগে তিনি বিয়ে করেছিলেন।
সোহাগের স্বজনদের বরাত দিয়ে উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী কমিউনিটির সভাপতি ইমাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সোহাগ যে নির্মাণাধীন ভবনে কাজ করতেন সেটি ১০ তলা। তিনি ৭ তলা ভবনে কাজ করছিলেন। হঠাৎ একটি কাঠের টুকরা মাথায় এসে পড়লে ওই ভবন থেকে তিনি নিচে পড়ে যান।
স্থানীয় ইউপি সদস্য এস্কান্দার রকি আজকের পত্রিকাকে বলেন, ‘সোহাগ গত শুক্রবার সাইপ্রাসে মারা যাওয়ার সংবাদ পাওয়ার পর আমরা এখান থেকে তাঁর মরদেহ পেতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি। এরপর গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ দেশে আসে। আজ শুক্রবার তাঁর দাফন সম্পন্ন হয়।’
এদিকে সোহাগের জানাজার নামাজে চরচান্দিয়ার সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, ইউপি সদস্য এস্কান্দার রকি, লিটন, উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী কমিউনিটির সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ হাজারও মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজার নামাজের ইমামতি করেন সোনাগাজী ইসলামীয়া কামিল মাস্টার্স মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন।
উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী হোসেন সোহাগ (২৮) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি দেশটির স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রশাসনিক জটিলতা শেষে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ নিজ বাড়ি ফেনীর সোনাগাজীতে আনা হয়। আজ শুক্রবার চরচান্দিয়ার আকরাম উদ্দিন মিয়াজি জামে মসজিদে সোহাগের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সোহাগ দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আকরাম উদ্দিন মিয়াজি বাড়ির রফিকুল ইসলামের ছেলে। দুই ভাই আর চার বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। নয় মাস আগে তিনি বিদেশে পাড়ি জমান। এর এক মাস আগে তিনি বিয়ে করেছিলেন।
সোহাগের স্বজনদের বরাত দিয়ে উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী কমিউনিটির সভাপতি ইমাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সোহাগ যে নির্মাণাধীন ভবনে কাজ করতেন সেটি ১০ তলা। তিনি ৭ তলা ভবনে কাজ করছিলেন। হঠাৎ একটি কাঠের টুকরা মাথায় এসে পড়লে ওই ভবন থেকে তিনি নিচে পড়ে যান।
স্থানীয় ইউপি সদস্য এস্কান্দার রকি আজকের পত্রিকাকে বলেন, ‘সোহাগ গত শুক্রবার সাইপ্রাসে মারা যাওয়ার সংবাদ পাওয়ার পর আমরা এখান থেকে তাঁর মরদেহ পেতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি। এরপর গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ দেশে আসে। আজ শুক্রবার তাঁর দাফন সম্পন্ন হয়।’
এদিকে সোহাগের জানাজার নামাজে চরচান্দিয়ার সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, ইউপি সদস্য এস্কান্দার রকি, লিটন, উত্তর সাইপ্রাস সোনাগাজী প্রবাসী কমিউনিটির সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ হাজারও মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজার নামাজের ইমামতি করেন সোনাগাজী ইসলামীয়া কামিল মাস্টার্স মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন।
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
১২ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
৩৬ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
৪১ মিনিট আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে