নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে লাশটি উদ্ধার করা হয়।
আজ শনিবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) ইরফানুর সাজ্জাদ।
এর আগে, ওই দিন কোতোয়ালী থানাধীন নতুন ব্রিজ-নিউমার্কেট সড়কের চামড়ার গুদাম স্লুইচ গেট এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে চমেকে আনেন স্থানীয়রা। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সুজন বড়ুয়া (২৫) বোয়ালখালী শাকপুরার বড়ুয়া টেকস্থ সন্তোষ বড়ুয়ার ছেলে।
এসআই ইরফানুর সাজ্জাদ বলেন, ‘রাত ৯টার পরে খবর পেয়ে চমেক হাসপাতালে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করি। মরদেহের ডান পা ভাঙা ও ক্ষতবিক্ষত অবস্থায় ছিল।’ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে কেউ জানাতে পারছেন না। তাঁর দেহ রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তবে ভাঙা ও ক্ষতবিক্ষত পা দেখে পুলিশ ধারণা করছে, ওই যুবক গাড়িচালকের ডান পাশে বসেছিলেন। এ সময় তাঁর হাঁটু হয়তো বাইরে ছিল। এ অবস্থায় সড়ক বিভাজক কিংবা বিপরীতমুখী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে লাশটি উদ্ধার করা হয়।
আজ শনিবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) ইরফানুর সাজ্জাদ।
এর আগে, ওই দিন কোতোয়ালী থানাধীন নতুন ব্রিজ-নিউমার্কেট সড়কের চামড়ার গুদাম স্লুইচ গেট এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে চমেকে আনেন স্থানীয়রা। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সুজন বড়ুয়া (২৫) বোয়ালখালী শাকপুরার বড়ুয়া টেকস্থ সন্তোষ বড়ুয়ার ছেলে।
এসআই ইরফানুর সাজ্জাদ বলেন, ‘রাত ৯টার পরে খবর পেয়ে চমেক হাসপাতালে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করি। মরদেহের ডান পা ভাঙা ও ক্ষতবিক্ষত অবস্থায় ছিল।’ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে কেউ জানাতে পারছেন না। তাঁর দেহ রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তবে ভাঙা ও ক্ষতবিক্ষত পা দেখে পুলিশ ধারণা করছে, ওই যুবক গাড়িচালকের ডান পাশে বসেছিলেন। এ সময় তাঁর হাঁটু হয়তো বাইরে ছিল। এ অবস্থায় সড়ক বিভাজক কিংবা বিপরীতমুখী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে।
সিলেটের শাহপরানের পিরেরচক এলাকার মনোয়ার জাহান চৌধুরী তিন বছর ধরে যুক্তরাজ্যের বার্মিংহামে সপরিবারে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশরীরে হামলার অভিযোগ এনে সম্প্রতি সিলেটের আদালতে মামলার আবেদন করেছেন শেখ শফিউর রহমান কায়েছ নামের একজন।
৩ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচি টিআর-কাবিখা-কাবিটার কাজ শুরু করার আগেই প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেছে। ১৫ মার্চ প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়।
৩ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কয়েক বিঘা জমি বেদখল হয়ে যাচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া সেতু এলাকার ওই জমিতে সাইনবোর্ড ঝোলানোর পাশাপাশি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাজারদর অনুযায়ী জমিগুলোর দাম প্রায় ৬ কোটি টাকা।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাকারী ও মাদক কারবারি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৪ ঘণ্টা আগে