দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লায় দেবিদ্বারে বাসচাপায় ২ কলেজছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কলেজছাত্র জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল। এদের মধ্যে নিহত রবিউল ইসলাম (১৮) দেবিদ্বার পৌর এলাকার চেয়ারম্যান বাড়ির মো. জয়দল হোসেনের ছেলে এবং সজিবুল ইসলাম সজিব (১৭) জেলার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কাশেম মিয়ার ছেলে। সে দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুরে মামার বাড়িতে থেকে লেখাপড়া করত।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও কলেজের কিছু ছাত্র এসে সড়ক অবরোধ করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ জানায়, কলেজের ক্লাস শেষে রবিউল ও তার বন্ধু সজিব মোটরসাইকেলে দেবিদ্বার উপজেলা সদরের বাড়িতে ফিরছিল। তাঁরা বেগমাবাদ এলাকায় পৌঁছার পর কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা মোটরসাইকেলসহ বাসের সামনের অংশ দিয়ে ভেতরে চলে যায়। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।
বাসের যাত্রী সালাহ উদ্দিন ও তফাজ্জল হোসেন জানান, ঘটনার পর বাসচালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়। তখন উপস্থিত লোকজনের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় আহত সজিবকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কলেজের প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম বলেন, রবিউল মানবিক বিভাগে কয়েক দিন আগে ভর্তি হয়েছে। পরে গত দুই তারিখ থেকে তারা নিয়মিত ক্লাস করছিল। সজিব একই কলেজের বিএম শাখায় পড়ত। তাদের বাড়ি পাশাপাশি হওয়ায় তাঁরা মোটরসাইকেলে করে আসা-যাওয়া করত।
এদিকে, দুই ছাত্রের মরদেহ তাদের বাড়িতে নেওয়ার পর উভয়ের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়িতে ছুটে যায় কলেজের সহপাঠীরা।
কলেজের অধ্যক্ষ সফিকুর রহমান বাবুল বলেন, ‘বাসচালকের বেপরোয়া গতির কারণে অকালেই আমাদের কলেজের দুই ছাত্রকে জীবন দিতে হয়েছে। তাই চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসের চাপায় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া বাসটি উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।’
কুমিল্লায় দেবিদ্বারে বাসচাপায় ২ কলেজছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কলেজছাত্র জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল। এদের মধ্যে নিহত রবিউল ইসলাম (১৮) দেবিদ্বার পৌর এলাকার চেয়ারম্যান বাড়ির মো. জয়দল হোসেনের ছেলে এবং সজিবুল ইসলাম সজিব (১৭) জেলার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কাশেম মিয়ার ছেলে। সে দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুরে মামার বাড়িতে থেকে লেখাপড়া করত।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও কলেজের কিছু ছাত্র এসে সড়ক অবরোধ করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ জানায়, কলেজের ক্লাস শেষে রবিউল ও তার বন্ধু সজিব মোটরসাইকেলে দেবিদ্বার উপজেলা সদরের বাড়িতে ফিরছিল। তাঁরা বেগমাবাদ এলাকায় পৌঁছার পর কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা মোটরসাইকেলসহ বাসের সামনের অংশ দিয়ে ভেতরে চলে যায়। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।
বাসের যাত্রী সালাহ উদ্দিন ও তফাজ্জল হোসেন জানান, ঘটনার পর বাসচালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়। তখন উপস্থিত লোকজনের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় আহত সজিবকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কলেজের প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম বলেন, রবিউল মানবিক বিভাগে কয়েক দিন আগে ভর্তি হয়েছে। পরে গত দুই তারিখ থেকে তারা নিয়মিত ক্লাস করছিল। সজিব একই কলেজের বিএম শাখায় পড়ত। তাদের বাড়ি পাশাপাশি হওয়ায় তাঁরা মোটরসাইকেলে করে আসা-যাওয়া করত।
এদিকে, দুই ছাত্রের মরদেহ তাদের বাড়িতে নেওয়ার পর উভয়ের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়িতে ছুটে যায় কলেজের সহপাঠীরা।
কলেজের অধ্যক্ষ সফিকুর রহমান বাবুল বলেন, ‘বাসচালকের বেপরোয়া গতির কারণে অকালেই আমাদের কলেজের দুই ছাত্রকে জীবন দিতে হয়েছে। তাই চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসের চাপায় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া বাসটি উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।’
রাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
১৬ মিনিট আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
২৬ মিনিট আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৮ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৮ ঘণ্টা আগে