Ajker Patrika

গাছের ডাল পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
গাছের ডাল পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে গাছের ডাল পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রব (৭০) নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি উপজেলার উত্তর কচ্ছপিয়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। স্থানীয় হারিছ চৌধুরী বাজারের পল্লী চিকিৎসক তিনি। এছাড়া তাঁর চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহতের বড় ছেলে সাবেক ইউপি সদস্য রাসেল আজকের পত্রিকাকে বলেন, আজ রোববার সকালে নিজেদের বাড়ির গাছের ডালপালা কাটার জন্য শ্রমিকদের সঙ্গে গাছের নিচে যান আবদুর রব। এ সময় তিনি শ্রমিকদের নির্দেশনা দেন কোন জায়গায় গাছের ডাল ফেলতে হবে। শ্রমিকেরা ডাল কাটার সময় অসাবধানতাবশত ওই গাছের ডাল তাঁর বাবার মাথার ওপর এসে পড়ে।

আবদুর রবের মৃত্যুর খবরে এলাকাবাসী বাড়িতে ভিড় করে। ছবি: সংগৃহীত আবদুর রব চেয়ারে বসা থাকার কারণে তাৎক্ষণিক কোনো দিকে সরতে পারেননি। পরে তিনি অচেতন হয়ে পড়লে ছোট ভাই ও শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গাছের ডাল কাটার সময় ডাল পড়ে আওয়ামী লীগের প্রবীণ এই নেতার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত