Ajker Patrika

কুতুবদিয়ায় ব্যভিচারের অপরাধে যুবকের ৩ বছর কারাদণ্ড

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কুতুবদিয়ায় ব্যভিচারের অপরাধে যুবকের ৩ বছর কারাদণ্ড

কক্সবাজারের কুতুবদিয়ায় ফছিহ উদ্দীন (২৫) নামের এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাহী আসামির উপস্থিতিতে এ রায় দেন। পরকীয়া সম্পর্কিত ব্যভিচার আইনের মামলায় তাঁকে এই সাজা দেওয়া হয়। ফছিহ উদ্দীন উপজেলার লেমশিখালী ইউনিয়নের লুৎফারপাড়ার বাসিন্দা।

বাদীপক্ষের আইনজীবী মো. আয়ুব হোছাইন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪৪৮ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪৯৭ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে মামলার বাদী ওই নারীকে বিয়ে করেন। সাজাপ্রাপ্ত ওই আসামি নানা কৌশলে তাঁর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। এমনকি প্রায় সময়ই তাঁর অনুপস্থিতিতে আপত্তিকর অবস্থায় শোয়ার কক্ষ থেকে হাতেনাতে আটক হন ফছিহ উদ্দীন। এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও কাজ না হওয়ায় আদালতে মামলা করেন ভুক্তভোগী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত