উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
নৌকা প্রতীকের সিলসহ ১০০০ টাকার একটি নোটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। ছবিতে নোটের উল্টো পিঠে থাকা প্রতীকের নিচে লেখা আছে হলদিয়াপালং ইউনিয়ন। এই ইউনিয়ন কক্সবাজার-৪ আসনের অন্তর্ভুক্ত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে এই ছবি ছড়িয়ে পড়ে। একটি সাদা কাগজের ওপরে রাখা ছিল এই নোট এবং কাগজে লেখা ছিল ৩ নম্বর ওয়ার্ড-১২০০ জন।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া নোটটির ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মধ্য। তাঁদের ধারণা, মূলত কালোটাকা দিয়ে ভোট কেনা হচ্ছে—এমন বিষয়টি বোঝাতে ফেসবুকে ছবিটি ছড়ানো হয়। যদিও এই টাকার অস্তিত্ব নিয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি।
ফেসবুকে টাকার ছবি ছড়ানোর বিষয়টি সত্য নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘ফেসবুকে টাকার ছবিটি দেখেছি। আমরা বিষয়টির ব্যাপারে খোঁজ নিয়েছি। বাস্তবে এখন পর্যন্ত নোটটির কোনো অস্তিত্ব মেলেনি এবং কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি।’
কালো টাকা ছড়ানোসহ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে কোনো অপতৎপরতার তথ্য থাকলে অভিযোগ দেওয়ার অনুরোধ করেন ইউএনও এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
কক্সবাজার-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য ও আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার। টাকাটি প্রসঙ্গে জানতে চেয়ে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী, তবে শাহীনের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর।
নৌকা প্রতীকের সিলসহ ১০০০ টাকার একটি নোটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। ছবিতে নোটের উল্টো পিঠে থাকা প্রতীকের নিচে লেখা আছে হলদিয়াপালং ইউনিয়ন। এই ইউনিয়ন কক্সবাজার-৪ আসনের অন্তর্ভুক্ত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে এই ছবি ছড়িয়ে পড়ে। একটি সাদা কাগজের ওপরে রাখা ছিল এই নোট এবং কাগজে লেখা ছিল ৩ নম্বর ওয়ার্ড-১২০০ জন।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া নোটটির ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মধ্য। তাঁদের ধারণা, মূলত কালোটাকা দিয়ে ভোট কেনা হচ্ছে—এমন বিষয়টি বোঝাতে ফেসবুকে ছবিটি ছড়ানো হয়। যদিও এই টাকার অস্তিত্ব নিয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি।
ফেসবুকে টাকার ছবি ছড়ানোর বিষয়টি সত্য নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘ফেসবুকে টাকার ছবিটি দেখেছি। আমরা বিষয়টির ব্যাপারে খোঁজ নিয়েছি। বাস্তবে এখন পর্যন্ত নোটটির কোনো অস্তিত্ব মেলেনি এবং কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি।’
কালো টাকা ছড়ানোসহ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে কোনো অপতৎপরতার তথ্য থাকলে অভিযোগ দেওয়ার অনুরোধ করেন ইউএনও এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
কক্সবাজার-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য ও আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার। টাকাটি প্রসঙ্গে জানতে চেয়ে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী, তবে শাহীনের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
২ ঘণ্টা আগে