ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১৪: ২১
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৪: ৩৮

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার (৬৭) ইন্তেকাল করেছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে জেলা শহরের বাগানবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে তাঁর মৃত্যু হয় ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আল মামুন সরকার দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। আজ সোমবার সকালে ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ বাদ আসর জেলা ঈদগাহ মাঠে তাঁর জানাজা হওয়ার কথা রয়েছে।

আল মামুন সরকার রেডক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান ছিলেন। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি এবং জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন।

আল মামুন সরকারের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক জানিয়েছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত