নোয়াখালী প্রতিনিধি
ক্ষুদ্র বিনিয়োগ দেখিয়ে ৭ কোটি ৮ লাখ ৫০০ টাকা আত্মসাতের মামলায় ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক এক কর্মকর্তা নূর মোহাম্মদ বাশারকে ৩৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
নোয়াখালীর বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন বলে দুদকের আদালত পরিদর্শক মো. ইদ্রিস জানান। রায়ে কারাদণ্ডের সঙ্গে তাঁকে ১৬ কোটি ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
আজকের পত্রিকাকে ইদ্রিস বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ বাশার লক্ষ্মীপুরের রায়পুর শাখায় এসবিআইএস সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কমলনগর উপজেলার চরজগবন্ধু গ্রামের বাসিন্দা।
আদালতের নথি অনুযায়ী, নূর মোহাম্মদ বাশারের ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জাল, ভুয়া, তঞ্চক কাগজপত্রকে খাঁটি হিসেবে ব্যাংকে জমা দেন। পরে ভুয়া গ্রাহকদের নামে ক্ষুদ্র বিনিয়োগ দেখিয়ে ব্যাংকের ৭ কোটি ৮ লাখ ৫০০ টাকা আত্মসাত করেন বাশার। এ ঘটনায় ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর স্থানীয় থানায় একটি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) হস্তান্তর করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন দুদকের উপসহকারী পরিচালক আরিফ আহম্মেদ।
বৃহস্পতিবার মামলাটি শুনানি শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক এ এন এম মোরশেদ খান। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত আসামি নূর মোহাম্মদ বাশারকে বিভিন্ন ধারায় সর্বমোট ৩৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৬ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ক্ষুদ্র বিনিয়োগ দেখিয়ে ৭ কোটি ৮ লাখ ৫০০ টাকা আত্মসাতের মামলায় ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক এক কর্মকর্তা নূর মোহাম্মদ বাশারকে ৩৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
নোয়াখালীর বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন বলে দুদকের আদালত পরিদর্শক মো. ইদ্রিস জানান। রায়ে কারাদণ্ডের সঙ্গে তাঁকে ১৬ কোটি ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
আজকের পত্রিকাকে ইদ্রিস বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ বাশার লক্ষ্মীপুরের রায়পুর শাখায় এসবিআইএস সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কমলনগর উপজেলার চরজগবন্ধু গ্রামের বাসিন্দা।
আদালতের নথি অনুযায়ী, নূর মোহাম্মদ বাশারের ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জাল, ভুয়া, তঞ্চক কাগজপত্রকে খাঁটি হিসেবে ব্যাংকে জমা দেন। পরে ভুয়া গ্রাহকদের নামে ক্ষুদ্র বিনিয়োগ দেখিয়ে ব্যাংকের ৭ কোটি ৮ লাখ ৫০০ টাকা আত্মসাত করেন বাশার। এ ঘটনায় ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর স্থানীয় থানায় একটি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) হস্তান্তর করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন দুদকের উপসহকারী পরিচালক আরিফ আহম্মেদ।
বৃহস্পতিবার মামলাটি শুনানি শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক এ এন এম মোরশেদ খান। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত আসামি নূর মোহাম্মদ বাশারকে বিভিন্ন ধারায় সর্বমোট ৩৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৬ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একসময় রাজশাহী নগরে পানি সরবরাহের জন্য প্রতিটি পাম্পে একাধিক অপারেটর থাকতে হতো। প্রযুক্তির কল্যাণে এখন পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) কেন্দ্রীয় কার্যালয় থেকেই এই পাম্প নিয়ন্ত্রণ করা হয়। তারপরও পাম্পগুলোয় দুই থেকে তিনজন করে পাম্প অপারেটর রাখা হয়েছে।
২ ঘণ্টা আগেসিলেটের কানাইঘাটের দরিদ্র পরিবারের সন্তান মো. জাহাঙ্গীর আলম। ২০০৯ সালে যোগ দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) পদে। এরপর ‘জাল-জালিয়াতি, বদলি, নিয়োগ-বাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে’ ১৭ বছরে তৃতীয় শ্রেণির এই কর্মচারী বাড়ি-গাড়িসহ নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক হন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে নারীদের স্বাভাবিক সন্তান প্রসবের প্রবণতা বেড়েছে। গত বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে সিজারিয়ান সেকশন (‘সিজার’ বলে পরিচিত) অস্ত্রোপচারের চেয়ে স্বাভাবিক প্রসব ১ হাজার ৫৫২টি বেশি হয়েছে।
২ ঘণ্টা আগেপ্রতিবছরের মতো এবারও পবিত্র রমজানের শুরু থেকে দেশের বৃহত্তম ইফতার মাহফিল চলছে সাতক্ষীরার কালীগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশনে। প্রায় ৮ হাজার মানুষের ইফতার মাহফিল যেন মিলনমেলায় পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগে