নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে ওষুধের বৃহত্তম পাইকারি বাজার হাজারী গলিতে অভিযান চালিয়ে ৯ লাখ টাকার নষ্ট ইনসুলিন ও টিটেনাস ভ্যাকসিন জব্দ করা হয়েছে। এ সময় তিন ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ শনিবার নগরের কোতোয়ালী থানাধীন ওই বাজারটিতে তিন দোকানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও পুলিশ এই অভিযানে অংশ নেয়।
অভিযানে নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ ছিল নির্দিষ্ট কয়েকটি ফার্মেসির ইনসুলিন কাজ করে না। প্রকৃতপক্ষে এর ভেতর অধিকাংশ ইনসুলিন লাগেজে করে বিদেশ থেকে আসা। এগুলো অননুমোদিত। বাইরে থেকে আনার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, ফলে সেগুলোর কার্যকারিতা তখনই শেষ হয়ে গেছে।’
তিনি জানান, আজ শনিবার হাজারী গলির ছবিলা কমপ্লেক্সে অবস্থিত প্যাসিফিক ট্রেডার্স নামের একটি দোকান থেকে ৩ লাখ টাকার নষ্ট ইনসুলিন জব্দ করা হয়। সেখানে দেখা গেছে প্রতিটি ইনসুলিনের গায়ে ইনসুলিন ২–৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। এর ফলে ইনসুলিনের কার্যকারিতা অনেক আগেই নষ্ট হয়ে গেছে।
এ সময় দোকান মালিক অভিযুক্ত পল্লব বিশ্বাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই অভিযোগে নিরুপমা ড্রাগ হাউস এবং রাজীব ড্রাগ হাউসে অভিযান চালানো হয়। সেখানেও আনুমানিক আরও ৬ লাখ টাকার নষ্ট ইনসুলিন জব্দ করা হয়।
পাশাপাশি রাজীব ড্রাগ হাউসে প্রচুর পরিমাণ টিটিনাসের টিকা পাওয়া যায়, যেগুলোও ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা কথা ছিল, কিন্তু সেগুলো ফেলে রাখা হয়েছে সাধারণ তাপমাত্রায়। এ সময় দুই দোকান মালিককে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
মূলত বেশি লাভের আশায় ব্যবসায়ীরা সঠিক তাপমাত্রায় ইনসুলিনগুলো সংরক্ষণ না করে পাইকারি দরে বিক্রি করেন বলে জানান তিনি। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী কমিশনার সুলতানুল আরেফীন এবং কোতোয়ালি থানার উপপরিদর্শক মেহেদী হাসান।
চট্টগ্রাম নগরীতে ওষুধের বৃহত্তম পাইকারি বাজার হাজারী গলিতে অভিযান চালিয়ে ৯ লাখ টাকার নষ্ট ইনসুলিন ও টিটেনাস ভ্যাকসিন জব্দ করা হয়েছে। এ সময় তিন ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ শনিবার নগরের কোতোয়ালী থানাধীন ওই বাজারটিতে তিন দোকানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও পুলিশ এই অভিযানে অংশ নেয়।
অভিযানে নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ ছিল নির্দিষ্ট কয়েকটি ফার্মেসির ইনসুলিন কাজ করে না। প্রকৃতপক্ষে এর ভেতর অধিকাংশ ইনসুলিন লাগেজে করে বিদেশ থেকে আসা। এগুলো অননুমোদিত। বাইরে থেকে আনার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, ফলে সেগুলোর কার্যকারিতা তখনই শেষ হয়ে গেছে।’
তিনি জানান, আজ শনিবার হাজারী গলির ছবিলা কমপ্লেক্সে অবস্থিত প্যাসিফিক ট্রেডার্স নামের একটি দোকান থেকে ৩ লাখ টাকার নষ্ট ইনসুলিন জব্দ করা হয়। সেখানে দেখা গেছে প্রতিটি ইনসুলিনের গায়ে ইনসুলিন ২–৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। এর ফলে ইনসুলিনের কার্যকারিতা অনেক আগেই নষ্ট হয়ে গেছে।
এ সময় দোকান মালিক অভিযুক্ত পল্লব বিশ্বাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই অভিযোগে নিরুপমা ড্রাগ হাউস এবং রাজীব ড্রাগ হাউসে অভিযান চালানো হয়। সেখানেও আনুমানিক আরও ৬ লাখ টাকার নষ্ট ইনসুলিন জব্দ করা হয়।
পাশাপাশি রাজীব ড্রাগ হাউসে প্রচুর পরিমাণ টিটিনাসের টিকা পাওয়া যায়, যেগুলোও ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা কথা ছিল, কিন্তু সেগুলো ফেলে রাখা হয়েছে সাধারণ তাপমাত্রায়। এ সময় দুই দোকান মালিককে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
মূলত বেশি লাভের আশায় ব্যবসায়ীরা সঠিক তাপমাত্রায় ইনসুলিনগুলো সংরক্ষণ না করে পাইকারি দরে বিক্রি করেন বলে জানান তিনি। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী কমিশনার সুলতানুল আরেফীন এবং কোতোয়ালি থানার উপপরিদর্শক মেহেদী হাসান।
সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৭ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
৯ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
২৯ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
৩৯ মিনিট আগে