লক্ষ্মীপুর প্রতিনিধি
মাদক কারবারিদের কাছ থেকে মাদক ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন সজীব ও গ্রাম পুলিশ মো. ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে। এদিকে তাঁদের আটকের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সেই অভিযোগের স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার মনির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে মনিরকে জনপ্রতিনিধির পদ এবং গ্রাম পুলিশ ইব্রাহিমকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার বিকেলে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন। গতকাল বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ বলছে, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যার পর সদর উপজেলার মজুচৌধুরীরহাট থেকে একটি নৌকা ভোলার উদ্দেশে যাচ্ছিল। ওই নৌকায় করে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন মাদক চোরাকারবারিরা। এ সময় চরমেঘার কাছে নৌকাটি ডুবিয়ে দিয়ে মাদক কারবারিদের মারধর করে ৮৫ হাজারের বেশি ইয়াবা বড়ি নিয়ে পালিয়ে যান স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন, গ্রাম পুলিশ ইব্রাহিম ও আমির হোসেন। পরে বিষয়টি জানাজানির পর মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার বিকেলে মজুচৌধুরীরহাট থেকে তাঁদের তিনজনকে আটক করে র্যাব। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইয়াবার বিষয়টি স্বীকার করেন তাঁরা।
গত বুধবার বিকেলে সদর থানায় আটক তিনজনকে উদ্ধারকৃত ইয়াবাসহ হস্তান্তর করা হয়। পরে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করে র্যাব।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মনির হোসেনকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি তদন্তের পর তাঁর বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া গ্রেপ্তার ইউপি সদস্য মনির হোসেন ও গ্রাম পুলিশ মো. ইব্রাহিম হোসেনকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন। গতকাল জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরখাস্তের সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইউপি সদস্য মনির হোসেন সজীব ও গ্রাম পুলিশ সদস্য ইব্রাহিমের নামে মামলা হয়েছে। এ ঘটনায় তাদের বরখাস্তের জন্য জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। জনপ্রতিনিধি বা গ্রাম পুলিশ সদস্য হয়ে এ কাজ করায় শাস্তি তাদের পেতে হবে।’
মাদক কারবারিদের কাছ থেকে মাদক ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন সজীব ও গ্রাম পুলিশ মো. ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে। এদিকে তাঁদের আটকের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সেই অভিযোগের স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার মনির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে মনিরকে জনপ্রতিনিধির পদ এবং গ্রাম পুলিশ ইব্রাহিমকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার বিকেলে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন। গতকাল বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ বলছে, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যার পর সদর উপজেলার মজুচৌধুরীরহাট থেকে একটি নৌকা ভোলার উদ্দেশে যাচ্ছিল। ওই নৌকায় করে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন মাদক চোরাকারবারিরা। এ সময় চরমেঘার কাছে নৌকাটি ডুবিয়ে দিয়ে মাদক কারবারিদের মারধর করে ৮৫ হাজারের বেশি ইয়াবা বড়ি নিয়ে পালিয়ে যান স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন, গ্রাম পুলিশ ইব্রাহিম ও আমির হোসেন। পরে বিষয়টি জানাজানির পর মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার বিকেলে মজুচৌধুরীরহাট থেকে তাঁদের তিনজনকে আটক করে র্যাব। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইয়াবার বিষয়টি স্বীকার করেন তাঁরা।
গত বুধবার বিকেলে সদর থানায় আটক তিনজনকে উদ্ধারকৃত ইয়াবাসহ হস্তান্তর করা হয়। পরে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করে র্যাব।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মনির হোসেনকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি তদন্তের পর তাঁর বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া গ্রেপ্তার ইউপি সদস্য মনির হোসেন ও গ্রাম পুলিশ মো. ইব্রাহিম হোসেনকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন। গতকাল জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরখাস্তের সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইউপি সদস্য মনির হোসেন সজীব ও গ্রাম পুলিশ সদস্য ইব্রাহিমের নামে মামলা হয়েছে। এ ঘটনায় তাদের বরখাস্তের জন্য জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। জনপ্রতিনিধি বা গ্রাম পুলিশ সদস্য হয়ে এ কাজ করায় শাস্তি তাদের পেতে হবে।’
বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান, ২০২২ সালের ডিসেম্বরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ১৫০ মেগাওয়াটের কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। পুনরায় ২০২৩ সালের মার্চে যান্ত্রিক ত্রুটির কারণে বুস্টার যন্ত্রটিও বন্ধ হয়। দুই দফা মেরামত ও দেড় বছর বন্ধ থাকার পর গত মে মাসে ফের উৎপাদনে আসে ১০০ মেগাওয়াটের গ্য
১৭ মিনিট আগেনাটোরের বনপাড়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। আজ মঙ্গলবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগেপিরোজপুরে ধর্ষণ মামলায় শামীম মৃধা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এই রায় দেন।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতনী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা।
১ ঘণ্টা আগে