Ajker Patrika

ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

ফেনী প্রতিনিধি
জিএম রিংকু। ছবি: সংগৃহীত
জিএম রিংকু। ছবি: সংগৃহীত

ফেনীতে ট্রেনের ধাক্কায় জিএম রিংকু (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিংকু ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার গাজী আবদুল খালেকের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিংকু রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেয়।

মো. নেজাম নামে নিহতের এক প্রতিবেশী বলেন, ‘রিংকুর এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। তিনি অত্যন্ত নম্র-ভদ্র ও সদা হাস্যোজ্জ্বল ছিলেন।’

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুজ্জামান রুমেল বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত