ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের অধিকাংশ কেন্দ্রে রাত থেকেই ভোট গ্রহণ, ককটেল বিস্ফোরণ, নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকের মধ্যে দুটি কেন্দ্রে সংঘর্ষ, ভোট গ্রহণ বন্ধ, পুলিশের মোবাইল টিমের গাড়ি ভাঙচুর, পুলিশের গুলি বর্ষণ, দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১ জন আটকের ঘটনা ঘটেছে।
আজ রোববার (৭ জানুয়ারি) উপজেলার ১১৮টি কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টার দিকে কেন্দ্রের বাইরে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রিসাইডিং অফিসার নেছার আহমেদ জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে কেন্দ্রের জানালা ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি প্রতিকূলে হওয়ায় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে বেলা ৩টা ১০ মিনিটে ভোট পুনরায় শুরু হয়।
এদিকে বালিথুবা পূর্ব ইউনিয়নের শোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল ৩টার দিকে নৌকার সমর্থকেরা ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশের মোবাইল টিমের ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই সময়ে পুলিশের গাড়িটি ভাঙচুরের শিকার হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে দুই রাউন্ড গুলি করে। নৌকার সমর্থকেরা এই ঘটনার জন্য ঈগলের সমর্থদের দায়ী করেন।
বাযলথুবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এদিকে পৌরসভার পূর্ব বড়ালি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা সমর্থকদের হাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সারোয়ার হোসেন লাঞ্ছিত হন।
উপজেলার চরদু: খিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিজিবি আরিফ নামে একজনকে আটক করে এবং তার কাছ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।
এদিকে ভোটাররা জানান, উপজেলার বেশির ভাগ কেন্দ্রের আশে পাশে বিকট আওয়াজে ককটেল বিস্ফোরণের ঘটনার ঘটেছে। পৌরসভার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিন রাতে দুর্বৃত্তরা ভোট কেন্দ্রে ও ভোট সামগ্রী বহন করা গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রিসাইডিং অফিসার নিশ্চিত করেছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের অধিকাংশ কেন্দ্রে রাত থেকেই ভোট গ্রহণ, ককটেল বিস্ফোরণ, নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকের মধ্যে দুটি কেন্দ্রে সংঘর্ষ, ভোট গ্রহণ বন্ধ, পুলিশের মোবাইল টিমের গাড়ি ভাঙচুর, পুলিশের গুলি বর্ষণ, দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১ জন আটকের ঘটনা ঘটেছে।
আজ রোববার (৭ জানুয়ারি) উপজেলার ১১৮টি কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টার দিকে কেন্দ্রের বাইরে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রিসাইডিং অফিসার নেছার আহমেদ জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে কেন্দ্রের জানালা ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি প্রতিকূলে হওয়ায় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে বেলা ৩টা ১০ মিনিটে ভোট পুনরায় শুরু হয়।
এদিকে বালিথুবা পূর্ব ইউনিয়নের শোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল ৩টার দিকে নৌকার সমর্থকেরা ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশের মোবাইল টিমের ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই সময়ে পুলিশের গাড়িটি ভাঙচুরের শিকার হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে দুই রাউন্ড গুলি করে। নৌকার সমর্থকেরা এই ঘটনার জন্য ঈগলের সমর্থদের দায়ী করেন।
বাযলথুবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এদিকে পৌরসভার পূর্ব বড়ালি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা সমর্থকদের হাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সারোয়ার হোসেন লাঞ্ছিত হন।
উপজেলার চরদু: খিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিজিবি আরিফ নামে একজনকে আটক করে এবং তার কাছ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।
এদিকে ভোটাররা জানান, উপজেলার বেশির ভাগ কেন্দ্রের আশে পাশে বিকট আওয়াজে ককটেল বিস্ফোরণের ঘটনার ঘটেছে। পৌরসভার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিন রাতে দুর্বৃত্তরা ভোট কেন্দ্রে ও ভোট সামগ্রী বহন করা গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রিসাইডিং অফিসার নিশ্চিত করেছেন।
খাদিজা বেগম আরও বলেন, ‘চাঁদাবাজি করার জন্যই আমাকে না জানিয়ে কৌশলে আক্তার হোসেন মামলার বাদী হয়েছেন। রিপন হত্যার সঙ্গে বকশীগঞ্জের কোনো মানুষ জড়িত না। কারণ আমার স্বামী মারা গেছেন ঢাকার উত্তরায়। মামলা করার আগেই আক্তার হোসেন মামলার ভয় দেখিয়ে দুই শতাধিক নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকার বাণিজ্য করেছেন।
২১ মিনিট আগেপ্রথমবারের মতো রাজশাহী এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়।
৩১ মিনিট আগেচট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার রাত দেড়টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেতিনি নিজেকে সাংবাদিক, রাজনীতিবিদ এবং প্রধান উপদেষ্টার এক সময়ের সহকর্মী বলে পরিচয় দেন। তিনি ট্রাফিক পরিদর্শক জি এম মুসার সঙ্গে দেখা করতে চান। তাঁকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইজিপির কাছে বিভিন্ন অনিয়ম উল্লেখ করে অভিযোগ দেবেন...
১ ঘণ্টা আগে