কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে ১ হাজার ৩০০ যাত্রী নিয়ে পর্যটকবাহী জাহাজ ১১ ঘণ্টা গভীর সমুদ্রে আটকা পড়েছিল। আটকে থাকার পর ওই জাহাজের যাত্রীদের বার আউলিয়া নামের অপর একটি জাহাজে তুলে আজ বুধবার ভোর ৪টায় ঘাটে পৌঁছানো হয়েছে।
গত মঙ্গলবার বিকেল ৩টায় বে ওয়ান জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন থেকে যাত্রা শুরু করে। জাহাজটি কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে রাত ৮টায় পৌঁছার কথা ছিল। কিন্তু জাহাজটি গভীর সমুদ্র আটকা পড়ে যায়।
অবশ্যই জাহাজ কর্তৃপক্ষের দাবি, বে ওয়ান জাহাজ মূলত কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচল করে না। গত ১৬ ডিসেম্বর থেকে কর্ণফুলী জাহাজের ত্রুটির কারণে বিশেষ ব্যবস্থায় বে ওয়ানে করে পর্যটক যাতায়াত করছে।
এদিকে দীর্ঘ সময় ধরে জাহাজ সাগরে আটকে থাকার কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পর্যটকদের অভিযোগ, জাহাজ কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা আর অসহযোগিতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। জাহাজে তীব্র খাবার সংকটও দেখা দেয়।
আবদুল কাইয়ুম নামের এক যাত্রী বলেন, ‘জাহাজের মাত্র ১৫ শতাংশ যাত্রীকে খাবার দেওয়া হয়েছে। অন্যরা খাবার পাননি। এমনকি জাহাজে দায়িত্বে থাকা লোকজন চরম অসহযোগিতা করেছেন।’
শহীদুল ইসলাম নামের এক যাত্রী অভিযোগ করেন, ‘উত্তাল সমুদ্রের মধ্যে বারবার বলার পরও জাহাজ কর্তৃপক্ষ লাইফ জ্যাকেট সরবরাহ করেনি। জাহাজে খাবারের দাম রাখা হয়েছে কয়েক গুন।’
আরেক যাত্রী অভিযোগ করেন, ‘সাড়ে ৭ হাজার টাকা দিয়ে তিনি কেবিন নিয়েছিলেন। কিন্তু তাকে খাবারও দেওয়া হয়নি।’
জাহাজটির কক্সবাজার কার্যালয়ের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বে ওয়ান গভীর সমুদ্রে নোঙর থাকে। সেখান থেকে ৫ দিন ধরে যাত্রী ওঠা-নামা করা হচ্ছে। কিন্তু মঙ্গলবার সাগরে বাতাস ও ঢেউয়ের তোড়ে বার আউলিয়া জাহাজটি বেওয়ানের কাছে যেতে পারেনি। এতে যাত্রীদের যথাসময়ে ঘাটে আনা সম্ভব হয়নি।
জাহাজটির যান্ত্রিক ক্রুটির অভিযোগ স্বীকার করে হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ঝুঁকি নিয়ে যাত্রীদের জাহাজ পরিবর্তন সাগরে অসম্ভব হয়ে যায়। ফলে সাগর শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। জাহাজে অব্যবস্থাপনার অভিযোগ তিনি অস্বীকার করেন।
এদিকে গত শনিবারও একই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিন ভোর ৫টায় পর্যটকেরা সেন্টমার্টিন যাওয়ার জন্য ঘাটে আসেন। পরদিন ভোর ৪টায় ফেরেন। পর্যটকেরা মাত্র ৪৫ মিনিট সেন্টমার্টিনে অবস্থান করার সুযোগ হয়েছিল।
কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে ১ হাজার ৩০০ যাত্রী নিয়ে পর্যটকবাহী জাহাজ ১১ ঘণ্টা গভীর সমুদ্রে আটকা পড়েছিল। আটকে থাকার পর ওই জাহাজের যাত্রীদের বার আউলিয়া নামের অপর একটি জাহাজে তুলে আজ বুধবার ভোর ৪টায় ঘাটে পৌঁছানো হয়েছে।
গত মঙ্গলবার বিকেল ৩টায় বে ওয়ান জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন থেকে যাত্রা শুরু করে। জাহাজটি কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে রাত ৮টায় পৌঁছার কথা ছিল। কিন্তু জাহাজটি গভীর সমুদ্র আটকা পড়ে যায়।
অবশ্যই জাহাজ কর্তৃপক্ষের দাবি, বে ওয়ান জাহাজ মূলত কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচল করে না। গত ১৬ ডিসেম্বর থেকে কর্ণফুলী জাহাজের ত্রুটির কারণে বিশেষ ব্যবস্থায় বে ওয়ানে করে পর্যটক যাতায়াত করছে।
এদিকে দীর্ঘ সময় ধরে জাহাজ সাগরে আটকে থাকার কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পর্যটকদের অভিযোগ, জাহাজ কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা আর অসহযোগিতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। জাহাজে তীব্র খাবার সংকটও দেখা দেয়।
আবদুল কাইয়ুম নামের এক যাত্রী বলেন, ‘জাহাজের মাত্র ১৫ শতাংশ যাত্রীকে খাবার দেওয়া হয়েছে। অন্যরা খাবার পাননি। এমনকি জাহাজে দায়িত্বে থাকা লোকজন চরম অসহযোগিতা করেছেন।’
শহীদুল ইসলাম নামের এক যাত্রী অভিযোগ করেন, ‘উত্তাল সমুদ্রের মধ্যে বারবার বলার পরও জাহাজ কর্তৃপক্ষ লাইফ জ্যাকেট সরবরাহ করেনি। জাহাজে খাবারের দাম রাখা হয়েছে কয়েক গুন।’
আরেক যাত্রী অভিযোগ করেন, ‘সাড়ে ৭ হাজার টাকা দিয়ে তিনি কেবিন নিয়েছিলেন। কিন্তু তাকে খাবারও দেওয়া হয়নি।’
জাহাজটির কক্সবাজার কার্যালয়ের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বে ওয়ান গভীর সমুদ্রে নোঙর থাকে। সেখান থেকে ৫ দিন ধরে যাত্রী ওঠা-নামা করা হচ্ছে। কিন্তু মঙ্গলবার সাগরে বাতাস ও ঢেউয়ের তোড়ে বার আউলিয়া জাহাজটি বেওয়ানের কাছে যেতে পারেনি। এতে যাত্রীদের যথাসময়ে ঘাটে আনা সম্ভব হয়নি।
জাহাজটির যান্ত্রিক ক্রুটির অভিযোগ স্বীকার করে হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ঝুঁকি নিয়ে যাত্রীদের জাহাজ পরিবর্তন সাগরে অসম্ভব হয়ে যায়। ফলে সাগর শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। জাহাজে অব্যবস্থাপনার অভিযোগ তিনি অস্বীকার করেন।
এদিকে গত শনিবারও একই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিন ভোর ৫টায় পর্যটকেরা সেন্টমার্টিন যাওয়ার জন্য ঘাটে আসেন। পরদিন ভোর ৪টায় ফেরেন। পর্যটকেরা মাত্র ৪৫ মিনিট সেন্টমার্টিনে অবস্থান করার সুযোগ হয়েছিল।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৪১ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে