Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় ২০ লাখ টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১২: ৪১
ব্রাহ্মণপাড়ায় ২০ লাখ টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন কসমেটিক, মেহেদি ও চকলেট আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। 

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম। এ সময় তাঁকে সহযোগিতা করেন শশীদল বিওপির বিজিবি সদস্যরা। 

মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় রেলস্টেশন এলাকা থেকে ভারতীয় বিভিন্ন কসমেটিক সামগ্রী, মেহেদি ও চকলেট আটক করা হয়, যার বাজার মূল্য ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ টাকা। পরে জব্দকৃত মালামাল বিজিবির হেফাজতে দেওয়া হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, ‘শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যায় চোরাচালানকারীর দল। তারা ট্রেনে চোরাই পণ্য তুলে দেয়। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত