টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নিবন্ধিত শিবিরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ১০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সবাই ডাকাত দলের সদস্য এবং কয়েকজনের বিরুদ্ধে মামলাও রয়েছে। আজ বুধবার ভোরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লক থেকে তাদের আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফজল হকের ছেলে আক্তার হোছেন, জাহিদ হোসেনের ছেলে মো. হাসান, আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ নূর, আব্দুস সালামের ছেলে সাইফুল রহমান, মৃত আবু জাফরের ছেলে নুরুল আমিন, মিয়া হোসেনের ছেলে শাহিন, মো. শমসের আলমের ছেলে মো. ইলিয়াস, নুরুল ইসলামের ছেলে মো. রফিক, কামালের ছেলে খাইরুল আমিন এবং মৃত শহর আলীর ছেলে মো. ইলিয়াস। তারা সবাই নয়াপাড়া নিবন্ধিত শিবিরের রোহিঙ্গা।
এপিবিএন বলছে, ১৬ এপিবিএন ক্যাম্পের দায়িত্বরত একদল পুলিশ ডাকাতির গোপন সংবাদ পেয়ে নিবন্ধিত এইচ ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশি তৎপরতার কারণে প্রায় ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের হেফাজত হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) জব্দ করা হয়।
১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, আটককৃত ১ নম্বর ব্যক্তি হত্যা মামলার আসামি। এ ছাড়াও আটককৃত ডাকাতেরা ক্যাম্প এলাকায় অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
অধিনায়ক তারিকুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ থানা হয়ে আদালতে তোলা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে নিবন্ধিত শিবিরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ১০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সবাই ডাকাত দলের সদস্য এবং কয়েকজনের বিরুদ্ধে মামলাও রয়েছে। আজ বুধবার ভোরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লক থেকে তাদের আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফজল হকের ছেলে আক্তার হোছেন, জাহিদ হোসেনের ছেলে মো. হাসান, আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ নূর, আব্দুস সালামের ছেলে সাইফুল রহমান, মৃত আবু জাফরের ছেলে নুরুল আমিন, মিয়া হোসেনের ছেলে শাহিন, মো. শমসের আলমের ছেলে মো. ইলিয়াস, নুরুল ইসলামের ছেলে মো. রফিক, কামালের ছেলে খাইরুল আমিন এবং মৃত শহর আলীর ছেলে মো. ইলিয়াস। তারা সবাই নয়াপাড়া নিবন্ধিত শিবিরের রোহিঙ্গা।
এপিবিএন বলছে, ১৬ এপিবিএন ক্যাম্পের দায়িত্বরত একদল পুলিশ ডাকাতির গোপন সংবাদ পেয়ে নিবন্ধিত এইচ ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশি তৎপরতার কারণে প্রায় ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের হেফাজত হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) জব্দ করা হয়।
১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, আটককৃত ১ নম্বর ব্যক্তি হত্যা মামলার আসামি। এ ছাড়াও আটককৃত ডাকাতেরা ক্যাম্প এলাকায় অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
অধিনায়ক তারিকুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ থানা হয়ে আদালতে তোলা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে