হোমনায় সার্ভার সমস্যায় ২৫ দিন ধরে জমির খাজনা আদায় বন্ধ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১৫: ১৬

কুমিল্লার হোমনায় ভূমিসেবা সার্ভারে সমস্যা থাকায় ২৫ দিন ধরে জমির খাজনা আদায় বন্ধ রয়েছে। খাজনা না দিতে পেরে জমি বেচাকেনা করতে পারছে না এলাকার লোকজন। তাতে প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, খাজনা দিতে না পারায় জমি কেনাবেচা করতে না পেরে মানুষ নানা সংকটে পড়ছে। কেউ ছেলেকে বিদেশে পাঠাতে পারছে না, কেউ আবার অন্য কোনো প্রয়োজন মেটাতে পারছে না।

জানা গেছে, ডিসেম্বর মাসে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি বৃদ্ধি পায়। এই সময়ে গড়ে প্রতিদিন এক-দেড় শ দলিল রেজিস্ট্রি হয়। যা থেকে সরকার বড় অঙ্কের টাকা রাজস্ব পায়। কিন্তু গত ২৫ দিন ধরে ভূমিসেবা সার্ভারের সমস্যায় সেই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

উপজেলার চান্দেরচর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘১৫-২০ দিন ধরে জমির খাজনা কাটতে পারছি না। জমিও বিক্রি করতে পারছি না।’

শ্রীমদ্দি গ্রামের সুবেদ আলী বলেন, ‘জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠানোর টাকা দেব। কিন্তু সার্ভারে সমস্যা থাকায় খাজনা দিতে না পারায় জমি বিক্রি করতে পারছি না। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় আছে।’

পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, ভূমিসেবা সার্ভারে সমস্যা থাকায় খাজনা আদায় বন্ধ রয়েছে। এ কারণে মানুষ হয়রানি ও ভোগান্তিতে পড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের আজকের পত্রিকাকে বলেন, ‘সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ভূমিসেবা সার্ভারে সাময়িক সমস্যা থাকায় খাজনা আদায় বন্ধ রয়েছে। তাতে জমির মালিকদের অসুবিধা হচ্ছে। তবে দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ লাখ ডলার পাচারের তথ্য না দিয়ে জরিমানা গুনল ব্র্যাক ব্যাংক

চীনের পর এবার ব্রহ্মপুত্রে বাঁধ দিতে চায় ভারতও, সংকটে পড়বে ভাটির বাস্তুতন্ত্র

‘৫৪ বছর আগের একটি সংবিধান আমাদের ভাবনাকে থামিয়ে দিবে—এটা মানতে রাজি না’

নিষিদ্ধ না হলে আ.লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

জানি না ৩১ ডিসেম্বর ছাত্ররা কী ঘোষণা দেবে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত