থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তে র্যাবের সঙ্গে কুকিচিন ও জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ জঙ্গিকে আটক করেছে র্যাব। গোলাগুলিতে আহত হয়েছেন র্যাবের আট সদস্য।
রেমাক্রি প্রাংসা ইউনিয়নের দোলিচান ম্রো ও থামলো বম পাড়া, মাঝখানে নির্মাণাধীন সড়কের নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। পরে থানচি উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে তমাতুঙ্গি পর্যটন কেন্দ্রে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
র্যাবের ডিজি এম খুরশীদ হোসেন বলেন, ‘সকালে থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তে রুমা উপজেলা ৪ নং রেমাক্রিপ্রাংসা দোলিচান ম্রো পাড়া এলাকায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও কুকিচিনের সদস্যরা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। গোলাগুলি এখনো চলছে।’
র্যাব মহাপরিচালক জানান, র্যাবের অভিযানে এ পর্যন্ত ৪৩ জন জঙ্গি সংগঠনের সদস্য ও ১৪ জন কুকিচিন সংগঠনের সদস্যকে আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এই ব্রিফিংয়ের সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ১৯ জেলার ৫৫ তরুণ। এ তরুণদের অনেকেই জামাআতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। এসব আস্তানায় হিজরত করা তরুণদের ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় একটি পাহাড়ি সন্ত্রাসী সংগঠন। নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেওয়া পাহাড়ি সন্ত্রাসী সংগঠনটির নাম ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ)। বিষয়টি জানার পর গত ১৭ অক্টোবর থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করতে অভিযানে নামে র্যাব ও সেনাবাহিনী।
বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তে র্যাবের সঙ্গে কুকিচিন ও জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ জঙ্গিকে আটক করেছে র্যাব। গোলাগুলিতে আহত হয়েছেন র্যাবের আট সদস্য।
রেমাক্রি প্রাংসা ইউনিয়নের দোলিচান ম্রো ও থামলো বম পাড়া, মাঝখানে নির্মাণাধীন সড়কের নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। পরে থানচি উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে তমাতুঙ্গি পর্যটন কেন্দ্রে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
র্যাবের ডিজি এম খুরশীদ হোসেন বলেন, ‘সকালে থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তে রুমা উপজেলা ৪ নং রেমাক্রিপ্রাংসা দোলিচান ম্রো পাড়া এলাকায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও কুকিচিনের সদস্যরা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। গোলাগুলি এখনো চলছে।’
র্যাব মহাপরিচালক জানান, র্যাবের অভিযানে এ পর্যন্ত ৪৩ জন জঙ্গি সংগঠনের সদস্য ও ১৪ জন কুকিচিন সংগঠনের সদস্যকে আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এই ব্রিফিংয়ের সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ১৯ জেলার ৫৫ তরুণ। এ তরুণদের অনেকেই জামাআতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। এসব আস্তানায় হিজরত করা তরুণদের ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় একটি পাহাড়ি সন্ত্রাসী সংগঠন। নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেওয়া পাহাড়ি সন্ত্রাসী সংগঠনটির নাম ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ)। বিষয়টি জানার পর গত ১৭ অক্টোবর থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করতে অভিযানে নামে র্যাব ও সেনাবাহিনী।
সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
৯ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৩১ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
৪২ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে