আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে খলিলুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের নুনাসার গ্রামে এ ঘটনা ঘটে। খলিলুর রহমান ও নিহত আব্দুর রহমান (৫০) ওই গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা না হলেও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।
এ নিয়ে ওসি আসাদুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। তবে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে ছোট ভাই খলিলুর রহমানের সঙ্গে বিরোধ চলছিল আব্দুর রহমানের। এ নিয়ে আদালতে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় খলিলুর রহমানের দুই ছেলেকে আসামি করেন আব্দুর রহমান। এ নিয়ে গতকাল সোমবার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে যায়। এরপর আবার দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়।
পরে গতকাল সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসার পর আব্দুর রহমানের ওপর চড়াও হন খলিলুর রহমান ও তার ছেলেরা। একপর্যায়ে আব্দুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেন তাঁরা। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আব্দুর রহমানকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শারমিন আক্তার সুরমা জানান, জমি নিয়ে তাঁদের সঙ্গে অমাদের ২০ বছরের বিরোধ। এ নিয়ে নিয়ে হলিলুর রহমান ও তাঁর ছেলেরা পরিকল্পনা করে আমার স্বামীকে হত্যা করেছেন। আমি তাঁদের বিচার চাই।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে খলিলুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের নুনাসার গ্রামে এ ঘটনা ঘটে। খলিলুর রহমান ও নিহত আব্দুর রহমান (৫০) ওই গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা না হলেও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।
এ নিয়ে ওসি আসাদুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। তবে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে ছোট ভাই খলিলুর রহমানের সঙ্গে বিরোধ চলছিল আব্দুর রহমানের। এ নিয়ে আদালতে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় খলিলুর রহমানের দুই ছেলেকে আসামি করেন আব্দুর রহমান। এ নিয়ে গতকাল সোমবার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে যায়। এরপর আবার দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়।
পরে গতকাল সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসার পর আব্দুর রহমানের ওপর চড়াও হন খলিলুর রহমান ও তার ছেলেরা। একপর্যায়ে আব্দুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেন তাঁরা। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আব্দুর রহমানকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শারমিন আক্তার সুরমা জানান, জমি নিয়ে তাঁদের সঙ্গে অমাদের ২০ বছরের বিরোধ। এ নিয়ে নিয়ে হলিলুর রহমান ও তাঁর ছেলেরা পরিকল্পনা করে আমার স্বামীকে হত্যা করেছেন। আমি তাঁদের বিচার চাই।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের খোঁজ নেই তিন দিন ধরে। রাশেদুল জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি।
৪ মিনিট আগেবাড়ি থেকে ধরে নিয়ে পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগে নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে।
৯ মিনিট আগেরাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল মঞ্জুর করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ তাকে জামিন দেন।
১২ মিনিট আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ ফ্যাশন নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারীরা। আজ বুধবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকেরা এ অবরোধ করেন।
১৩ মিনিট আগে