Ajker Patrika

উখিয়া সীমান্তে ৬ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৫

কক্সবাজার ও রামু প্রতিনিধি
উখিয়া সীমান্তে ৬ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৫

কক্সবাজারের উখিয়া উপজেলার করবুনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৯০ হাজার পিছ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুরে বিজিবি রামু সেক্টর কমান্ডারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদি হোসাইন কবির।

সংবাদ সম্মেলনে মেহেদি হোসাইন বলেন, শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে করবুনিয়া এলাকার শীর্ষ মাদক কারবারি ইকবাল হোসেনের বাড়ি তল্লাশি করে প্রথমে ৫০ হাজার পিছ ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে রেজুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের সিন্ডিকেটের অপর সদস্য মো. রফিক আলম গর্জনবুনিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন, জালিয়াপালং পাইন্যাশিয়া চরপাড়ার মৃত কবির আহম্মদের ছেলে মো. মাহবুব (৩০), ইকবাল হোসেনের স্ত্রী সুফিয়া সুলতানা সুমি (২৬), আলী আহম্মদের স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও চাকবৈঠা পশ্চিম দীঘিনালার মো. কালু মিয়ার ছেলে মো. রফিক উল্লাহ। 

রামু সেক্টর কমান্ডার কর্নেল আজিজুর রউফ বলেন, ‘মূলত ঈদকে টার্গেট করে ইয়াবার এ চালানটি আসছিল। এ চালানটি বিভিন্ন হাত ঘুরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।’ 

তিনি আরও বলেন, ‘ঈদের আগে বাজারে ছাড়া হয়েছে ইয়াবার নতুন ব্রান্ড ‘সান্ডে’। সান্ডে মূলত এক নারীর নাম। ওই নারীর পরিবারই এই ইয়াবার উৎপাদন করে। এই ব্রান্ডের চালান প্রথমবার বাংলাদেশে ধরা পড়ল। অন্যান্য ইয়াবার চেয়ে এটির চাহিদা এখন বেশি। 

উল্লেখ্য, ২০১৯ সালের পর এটিই বিজিবির উদ্ধার করা ইয়াবার সর্বোচ্চ চালান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত