ঈদগাঁও বনে হাতি শাবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের ঈদগাঁওয়ের বনে একটি বন্য হাতি শাবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার গর্জনতলী এলাকা থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়। 

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানিয়েছে, একদল কাঠুরিয়া লাকড়ি সংগ্রহ করতে যাওয়ার পথে হাতি শাবকটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের রাজঘাট বিট ও ফুলছড়ি রেঞ্জের লোকজন ঘটনাস্থলে পৌঁছে হাতি শাবকটি উদ্ধার করে। 

রাজঘাট বিট কর্মকর্তা শাহ্ আলম জানান, মৃত হাতি শাবকটি পুরুষ জাতের এবং এটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছরের মতো হবে। হাতিটির গায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

এই কর্মকর্তা বলেন, ‘গত দুদিন ধরে অসুস্থ হাতি শাবকটির চিকিৎসা দেওয়া হয়। কিন্তু হাতিটির শারীরিক অবস্থা উন্নতি হয়নি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি শাবকটি মারা গেছে।’ 

স্থানীয় বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল উদ্দীন বলেন, ‘বাচ্চা হাতিটি অন্য হাতির আক্রমণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে শারীরিকভাবে দুর্বল ছিল হাতি শাবকটি। যথাসাধ্য চিকিৎসা দিয়েও হাতিটি বাঁচানো যায়নি। 

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. হুমায়ুন আহমেদ বলেন, হাতি শাবকটি মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবেদন পেলে কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত