নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২: ১০
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২: ১৫
নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক দুজন। ছবি: সংগৃহীত

নোয়াখালীতে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করা আকরাম হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁর সহযোগী অ্যাডভোকেট জলিল হোসেনকেও (৩৯) আটক করা হয়। গতকাল বুধবার রাতে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হচ্ছেন, জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবিলী এবং সদর উপজেলার চুল্লাডগি গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনী থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাবিল রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তাঁর সহযোগী মোহাম্মদ জলিল হোসেনকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, আকরাম ও জলিল ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে নোয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে মামলা মীমাংসার কথা বলে টাকা আদায় করে আসছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত