মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ১৬ জন গ্রেপ্তার, ৮ ড্রেজার জব্দ

চাঁদপুর প্রতিনিধি
Thumbnail image
চাঁদপুরে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় ড্রেজার পরিচালনার কাজে থাকা ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খানের নেতৃত্বে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামাল হোসেন (৩৯), মো. রাসেল গাজী (২২), আজিজুল হাওলাদার (৩০), ইকবাল হাওলাদার (২০), সাইফুল ইসলাম (২৮), আল-আমিন (৪২), মো. মোতালেব (২৫), মো. মামুন (৩৮), তোফাজ্জল (৪৭), জাহিদুল ইসলাম (২৮), আবদুল হান্নান (৪৮), আমির হোসেন (৪২), ইসমাইল (৩০), সাইফুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৪০) ও নাজমুল (৩৫)।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইমরান খান বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমরা নৌ-পুলিশসহ বেলা ১১টা থেকে অবৈধভাবে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছিল তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। অভিযানে আটটি ড্রেজার বালু উত্তোলনের সময় হাতেনাতে জব্দ এবং ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, ড্রেজার থেকে গ্রেপ্তার ১৬ জনের বিরুদ্ধে থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা হয়েছে। জব্দ করা ড্রেজার চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত