Ajker Patrika

পানি দিতে দেরি হওয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ০১
পানি দিতে দেরি হওয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বর-কনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। 

আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, দুই বছর আগে সদর উপজেলার চররুহিতা এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে প্রবাসী কামাল হোসেনের সঙ্গে একই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পরপরই কামাল হোসেন প্রবাসে চলে যাওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। কয়েক দিন আগে কামাল দেশে আসেন। আজ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কামাল হোসেন আত্মীয়স্বজন নিয়ে কনের বাড়িতে যান। 

বিয়েবাড়িতে বর-কনে পক্ষের সংঘর্ষের অন্তত ১০ জন আহত। ছবি: আজকের পত্রিকাসবকিছু ঠিকঠাকই ছিল। বরপক্ষের লোকজন একসঙ্গে খেতে বসেন। কিন্তু খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ভাঙচুর করা হয় চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে খাবার। সংঘর্ষে জহির উদ্দিন, মনির হোসেন, জিন্নাত, বেলাল হোসেনসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে চারজন সদর হাসপাতালে ভর্তি ও অন্য ছয়জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

বিয়েবাড়িতে বর-কনে পক্ষের সংঘর্ষের অন্তত ১০ জন আহত। ছবি: আজকের পত্রিকাচররুহিতা এলাকার ইউপি সদস্য মো. গোফরান বলেন, ‘টেবিলে পানি দেওয়া নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। চেয়ার, টেবিল ও প্যান্ডেল ভাঙচুর করা হয়। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’ 

এ ব্যাপারে সদর থানার পুলিশের উপপরিদর্শক মো. হান্নান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত