লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বর-কনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুই বছর আগে সদর উপজেলার চররুহিতা এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে প্রবাসী কামাল হোসেনের সঙ্গে একই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পরপরই কামাল হোসেন প্রবাসে চলে যাওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। কয়েক দিন আগে কামাল দেশে আসেন। আজ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কামাল হোসেন আত্মীয়স্বজন নিয়ে কনের বাড়িতে যান।
সবকিছু ঠিকঠাকই ছিল। বরপক্ষের লোকজন একসঙ্গে খেতে বসেন। কিন্তু খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ভাঙচুর করা হয় চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে খাবার। সংঘর্ষে জহির উদ্দিন, মনির হোসেন, জিন্নাত, বেলাল হোসেনসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে চারজন সদর হাসপাতালে ভর্তি ও অন্য ছয়জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চররুহিতা এলাকার ইউপি সদস্য মো. গোফরান বলেন, ‘টেবিলে পানি দেওয়া নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। চেয়ার, টেবিল ও প্যান্ডেল ভাঙচুর করা হয়। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
এ ব্যাপারে সদর থানার পুলিশের উপপরিদর্শক মো. হান্নান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বর-কনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুই বছর আগে সদর উপজেলার চররুহিতা এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে প্রবাসী কামাল হোসেনের সঙ্গে একই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পরপরই কামাল হোসেন প্রবাসে চলে যাওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। কয়েক দিন আগে কামাল দেশে আসেন। আজ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কামাল হোসেন আত্মীয়স্বজন নিয়ে কনের বাড়িতে যান।
সবকিছু ঠিকঠাকই ছিল। বরপক্ষের লোকজন একসঙ্গে খেতে বসেন। কিন্তু খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ভাঙচুর করা হয় চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে খাবার। সংঘর্ষে জহির উদ্দিন, মনির হোসেন, জিন্নাত, বেলাল হোসেনসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে চারজন সদর হাসপাতালে ভর্তি ও অন্য ছয়জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চররুহিতা এলাকার ইউপি সদস্য মো. গোফরান বলেন, ‘টেবিলে পানি দেওয়া নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। চেয়ার, টেবিল ও প্যান্ডেল ভাঙচুর করা হয়। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
এ ব্যাপারে সদর থানার পুলিশের উপপরিদর্শক মো. হান্নান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১৫ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে