Ajker Patrika

চট্টগ্রাম বিমানবন্দরে কোকেনসদৃশ বস্তুসহ বাহামার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৮: ৫৬
চট্টগ্রাম বিমানবন্দরে কোকেনসদৃশ বস্তুসহ বাহামার নাগরিক আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কেজি কোকেনসদৃশ বস্তুসহ স্টাটিয়া শান্টে রোলি নামে বাহামার এক নাগরিককে আটক করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল তাঁকে আটক করে।

ওই নারীর হেফাজত থেকে জব্দ বস্তু আদৌ কোকেন কি না, সেটা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বিমানবন্দরে পৌঁছেছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার সেখানে তাঁদের টিম পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, স্টালিয়া গত শনিবার এমিরেটসের একটি ফ্লাইটে ব্রাজিল থেকে দুবাই পৌঁছান। সেখান থেকে দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। তবে সেদিন তাঁর লাগেজ পৌঁছায়নি। স্টাটিয়া তিন দিন ধরে নগরীর আগ্রাবাদ হোটেলে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এপিবিন সদস্যরা তাঁকে অনুসরণ করছিলেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্টালিয়া শান্টে বিমানবন্দরে যান। দুই দিন পর আসা লাগেজটি বুঝে নেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা ও গোয়েন্দা টিম এবং এপিবিএন সদস্যরা মিলে তাঁকে আটক করেন। এরপর লাগেজে থাকা একটি ইউপিএস তল্লাশি করে কোকেনসদৃশ বস্তু উদ্ধার করা হয়, যার ওজন ৩ কেজি ৯০০ গ্রাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত