নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কেজি কোকেনসদৃশ বস্তুসহ স্টাটিয়া শান্টে রোলি নামে বাহামার এক নাগরিককে আটক করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল তাঁকে আটক করে।
ওই নারীর হেফাজত থেকে জব্দ বস্তু আদৌ কোকেন কি না, সেটা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বিমানবন্দরে পৌঁছেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার সেখানে তাঁদের টিম পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, স্টালিয়া গত শনিবার এমিরেটসের একটি ফ্লাইটে ব্রাজিল থেকে দুবাই পৌঁছান। সেখান থেকে দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। তবে সেদিন তাঁর লাগেজ পৌঁছায়নি। স্টাটিয়া তিন দিন ধরে নগরীর আগ্রাবাদ হোটেলে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এপিবিন সদস্যরা তাঁকে অনুসরণ করছিলেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্টালিয়া শান্টে বিমানবন্দরে যান। দুই দিন পর আসা লাগেজটি বুঝে নেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা ও গোয়েন্দা টিম এবং এপিবিএন সদস্যরা মিলে তাঁকে আটক করেন। এরপর লাগেজে থাকা একটি ইউপিএস তল্লাশি করে কোকেনসদৃশ বস্তু উদ্ধার করা হয়, যার ওজন ৩ কেজি ৯০০ গ্রাম।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কেজি কোকেনসদৃশ বস্তুসহ স্টাটিয়া শান্টে রোলি নামে বাহামার এক নাগরিককে আটক করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল তাঁকে আটক করে।
ওই নারীর হেফাজত থেকে জব্দ বস্তু আদৌ কোকেন কি না, সেটা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বিমানবন্দরে পৌঁছেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার সেখানে তাঁদের টিম পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, স্টালিয়া গত শনিবার এমিরেটসের একটি ফ্লাইটে ব্রাজিল থেকে দুবাই পৌঁছান। সেখান থেকে দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। তবে সেদিন তাঁর লাগেজ পৌঁছায়নি। স্টাটিয়া তিন দিন ধরে নগরীর আগ্রাবাদ হোটেলে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এপিবিন সদস্যরা তাঁকে অনুসরণ করছিলেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্টালিয়া শান্টে বিমানবন্দরে যান। দুই দিন পর আসা লাগেজটি বুঝে নেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা ও গোয়েন্দা টিম এবং এপিবিএন সদস্যরা মিলে তাঁকে আটক করেন। এরপর লাগেজে থাকা একটি ইউপিএস তল্লাশি করে কোকেনসদৃশ বস্তু উদ্ধার করা হয়, যার ওজন ৩ কেজি ৯০০ গ্রাম।
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন আমলি আদালত-১ তোলা হলে আদালতের বিচারক সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
৪ মিনিট আগেনোয়াখালীর চাটখিলে ফেসবুক লাইভে এসে জয় বাংলা স্লোগান দেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ওই যুবলীগ কর্মীর নাম ইউসুফ দফাদার। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুরের দফাদার বাড়ির বাসিন্দা।
৮ মিনিট আগেনিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
২০ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ প্রত্যাহার ও নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের
২৩ মিনিট আগে