নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ির পাহাড়ে পাহাড়ে এখন সোনালি ধানের ঝিলিক। জুম খেতে ধান কাটছেন জুমিয়ারা। মৌসুমের শেষের দিকে চাষ হওয়া অনেক জুম খেতের ধান পাকেনি এখনো।
কিন্তু অধিকাংশ পাহাড়ের চূড়ায় চূড়ায় পাকা ধান শোভা পাচ্ছে। সুবাস ছড়াচ্ছে জুমের ফসল। জুমচাষিরা দল বেঁধে ধান কেটে জুমঘরে তুলছে জুমের ফসল। সেই সব ধান আবার জুমেই মাড়াই করা হচ্ছে । আবার মাড়াইকৃত ধান থুরংয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে জুমচাষিরা।
চাষিরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার পাহাড়ে জুমের ফলন ভালো হয়েছে। ধান ছাড়াও জুমে হলুদ, মারফা, আদা, মরিচ, কচু, মিষ্টি কুমড়ো, তিল, ভুট্টা, বরবটিসহ প্রায় ৪০ জাতের সবজির চাষাবাদ হয়েছে নাইক্ষ্যংছড়ির জুম খেতে।
জুমের উৎপাদিত খাদ্যশস্য দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি জুমে উৎপাদিত সবজি ও কৃষিপণ্য বিক্রি করে জুমিয়াদের সংসার চলে।
নাইক্ষ্যংছড়ি কৃষি অফিস সূত্রে জানা যায়, অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যার কারণে এবার নাইক্ষ্যংছড়িতে জুমের ফলন ভালো হয়েছে। এখন চলছে ধান কাটার উৎসব।
নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জুমখোলার জুমচাষি আবদুল হাকিম জানান, এবার তাঁর জুমচাষ ভালো হয়েছে। এ ছাড়া জুম খেতে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছেন। তাতেও ফলন ভালো হয়েছে তাঁর। তাঁর ধারণা, গতবারের তুলনায় এবারও ভালো ফলন হয়েছে জুমে। তবে উন্নত বীজ পাননি। সার ও কীটনাশক প্রয়োগ করতে পারেননি সেই অর্থে। পারলে ফলন আরও বাড়ত।
বর্তমানে উপজেলার পাঁচ ইউনিয়ন নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি, বাইশারী ও ঘুমধুমের পাহাড়ে পাহাড়ের জুমখেতের পাকা ধানে সোনালি রং ধারণ করেছে। একরপ্রতি ৫০–৭০ আরি ধান কম হচ্ছে বলে দাবি স্থানীয় অভিজ্ঞ মহলের।
নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, এবারে নাইক্ষ্যংছড়িতে ৩০০ হেক্টর জুমচাষ করার কথা থাকলেও হয়েছে কম। লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
উপজেলার পাঁচ ইউনিয়নের যেসব পাহাড়ে জুমচাষ হতো, সেখানে অন্য বাগান হচ্ছে। জুমিয়ারাও আগ্রহ হারাচ্ছেন এই চাষে।
তার মতে, জুমে বিভিন্ন আধুনিক জাতের ধান ও সবজির বীজ রোপণ করলে জুমচাষিরা লাভবান হবেন।
অনেক জুমচাষি আধুনিক জাতের বীজ ব্যবহারে লাভবান হচ্ছেন। জুমচাষিদের আধুনিক পদ্ধতিতে জুমচাষের জন্য উৎসাহিত করছে সরকার।
নাইক্ষ্যংছড়ির পাহাড়ে পাহাড়ে এখন সোনালি ধানের ঝিলিক। জুম খেতে ধান কাটছেন জুমিয়ারা। মৌসুমের শেষের দিকে চাষ হওয়া অনেক জুম খেতের ধান পাকেনি এখনো।
কিন্তু অধিকাংশ পাহাড়ের চূড়ায় চূড়ায় পাকা ধান শোভা পাচ্ছে। সুবাস ছড়াচ্ছে জুমের ফসল। জুমচাষিরা দল বেঁধে ধান কেটে জুমঘরে তুলছে জুমের ফসল। সেই সব ধান আবার জুমেই মাড়াই করা হচ্ছে । আবার মাড়াইকৃত ধান থুরংয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে জুমচাষিরা।
চাষিরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার পাহাড়ে জুমের ফলন ভালো হয়েছে। ধান ছাড়াও জুমে হলুদ, মারফা, আদা, মরিচ, কচু, মিষ্টি কুমড়ো, তিল, ভুট্টা, বরবটিসহ প্রায় ৪০ জাতের সবজির চাষাবাদ হয়েছে নাইক্ষ্যংছড়ির জুম খেতে।
জুমের উৎপাদিত খাদ্যশস্য দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি জুমে উৎপাদিত সবজি ও কৃষিপণ্য বিক্রি করে জুমিয়াদের সংসার চলে।
নাইক্ষ্যংছড়ি কৃষি অফিস সূত্রে জানা যায়, অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যার কারণে এবার নাইক্ষ্যংছড়িতে জুমের ফলন ভালো হয়েছে। এখন চলছে ধান কাটার উৎসব।
নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জুমখোলার জুমচাষি আবদুল হাকিম জানান, এবার তাঁর জুমচাষ ভালো হয়েছে। এ ছাড়া জুম খেতে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছেন। তাতেও ফলন ভালো হয়েছে তাঁর। তাঁর ধারণা, গতবারের তুলনায় এবারও ভালো ফলন হয়েছে জুমে। তবে উন্নত বীজ পাননি। সার ও কীটনাশক প্রয়োগ করতে পারেননি সেই অর্থে। পারলে ফলন আরও বাড়ত।
বর্তমানে উপজেলার পাঁচ ইউনিয়ন নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি, বাইশারী ও ঘুমধুমের পাহাড়ে পাহাড়ের জুমখেতের পাকা ধানে সোনালি রং ধারণ করেছে। একরপ্রতি ৫০–৭০ আরি ধান কম হচ্ছে বলে দাবি স্থানীয় অভিজ্ঞ মহলের।
নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, এবারে নাইক্ষ্যংছড়িতে ৩০০ হেক্টর জুমচাষ করার কথা থাকলেও হয়েছে কম। লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
উপজেলার পাঁচ ইউনিয়নের যেসব পাহাড়ে জুমচাষ হতো, সেখানে অন্য বাগান হচ্ছে। জুমিয়ারাও আগ্রহ হারাচ্ছেন এই চাষে।
তার মতে, জুমে বিভিন্ন আধুনিক জাতের ধান ও সবজির বীজ রোপণ করলে জুমচাষিরা লাভবান হবেন।
অনেক জুমচাষি আধুনিক জাতের বীজ ব্যবহারে লাভবান হচ্ছেন। জুমচাষিদের আধুনিক পদ্ধতিতে জুমচাষের জন্য উৎসাহিত করছে সরকার।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৪ মিনিট আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩৮ মিনিট আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
১ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২ ঘণ্টা আগে