লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাদ আল আফনান এইচএসসি পরীক্ষায় পাস করেছেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪.১৭ পেয়েছেন তিনি। জেলার ভিক্টোরিয়া কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন আফনান। ফলাফলে সন্তুষ্ট হলেও তাঁকে বিদেশে পড়ালেখা করানোর স্বপ্ন অধরা রয়ে গেল মায়ের।
আফনান লক্ষ্মীপুর পৌরসভার বাস টার্মিনাল এলাকার মৃত সালেহ আহমেদের ছেলে। আজ বুধবার সকালে নিহত আফনানের মা নাছিমা বেগম নিজেদের বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফল দেখিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে যুবলীগ নেতা-কর্মীর গুলিতে সাদ আল আফনান নিহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন নাছিমা বেগম। তিনি বলেন, ‘জড়িতরা এখনো বাইরে রয়েছেন। অথচ ছেলে কবরে শুয়ে আছে। অনতিবিলম্বে সাবেক জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান সালাউদ্দিন টিপুসহ জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।’
নাছিমা বেগম বলেন, এইচএসসি পাস করার পর আফনান বিদেশে পড়ালেখা করে উচ্চতর ডিগ্রি অর্জন করবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করবে—এই স্বপ্ন ছিল আমাদের। কিন্তু আফনান ঠিকই এইচএসসি পাস করছে। কিন্তু বিদেশে আর পড়ালেখা করা হয়নি। সব আশা-ভরসা শেষ হয়ে গেছে। এখন আর কেউ রইল না। আফনান নিহত হওয়ার তিন মাসে আগে বিদেশে মারা যান তাঁর বাবা।আফনানের সহপাঠী ও শিক্ষকেরা জানান, আফনান পরীক্ষায় পাস করেছেন। তিনি বেঁচে নেই। কিন্তু তাঁর সবকিছু তাঁদের কাছে বেঁচে আছে। আফনান তাঁদের মাঝে সারা জীবন বেঁচে থাকবেন।
ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, ‘সাদ আল আফনান ছিল ক্লাসের সবচেয়ে মেধাবী ও নম্র-ভদ্র শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে প্রথম নিহত হয় আফনান। তবে আফনান মারা গেলেও সে আমাদের মাঝে চিরদিন অমর হয়ে থাকবে।’
গত ৪ আগস্ট জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় নিজের বাসার ছাদ থেকে প্রকাশ্যে এ কে এম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় সাদ আল আফনানসহ চার শিক্ষার্থী নিহত এবং তিন শতাধিক লোক গুলিবিদ্ধ হন।
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাদ আল আফনান এইচএসসি পরীক্ষায় পাস করেছেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪.১৭ পেয়েছেন তিনি। জেলার ভিক্টোরিয়া কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন আফনান। ফলাফলে সন্তুষ্ট হলেও তাঁকে বিদেশে পড়ালেখা করানোর স্বপ্ন অধরা রয়ে গেল মায়ের।
আফনান লক্ষ্মীপুর পৌরসভার বাস টার্মিনাল এলাকার মৃত সালেহ আহমেদের ছেলে। আজ বুধবার সকালে নিহত আফনানের মা নাছিমা বেগম নিজেদের বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফল দেখিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে যুবলীগ নেতা-কর্মীর গুলিতে সাদ আল আফনান নিহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন নাছিমা বেগম। তিনি বলেন, ‘জড়িতরা এখনো বাইরে রয়েছেন। অথচ ছেলে কবরে শুয়ে আছে। অনতিবিলম্বে সাবেক জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান সালাউদ্দিন টিপুসহ জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।’
নাছিমা বেগম বলেন, এইচএসসি পাস করার পর আফনান বিদেশে পড়ালেখা করে উচ্চতর ডিগ্রি অর্জন করবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করবে—এই স্বপ্ন ছিল আমাদের। কিন্তু আফনান ঠিকই এইচএসসি পাস করছে। কিন্তু বিদেশে আর পড়ালেখা করা হয়নি। সব আশা-ভরসা শেষ হয়ে গেছে। এখন আর কেউ রইল না। আফনান নিহত হওয়ার তিন মাসে আগে বিদেশে মারা যান তাঁর বাবা।আফনানের সহপাঠী ও শিক্ষকেরা জানান, আফনান পরীক্ষায় পাস করেছেন। তিনি বেঁচে নেই। কিন্তু তাঁর সবকিছু তাঁদের কাছে বেঁচে আছে। আফনান তাঁদের মাঝে সারা জীবন বেঁচে থাকবেন।
ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, ‘সাদ আল আফনান ছিল ক্লাসের সবচেয়ে মেধাবী ও নম্র-ভদ্র শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে প্রথম নিহত হয় আফনান। তবে আফনান মারা গেলেও সে আমাদের মাঝে চিরদিন অমর হয়ে থাকবে।’
গত ৪ আগস্ট জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় নিজের বাসার ছাদ থেকে প্রকাশ্যে এ কে এম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় সাদ আল আফনানসহ চার শিক্ষার্থী নিহত এবং তিন শতাধিক লোক গুলিবিদ্ধ হন।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৬ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৭ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৮ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৮ ঘণ্টা আগে