নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে আবদুল কাদের সৌরভ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে একটি ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স জব্দ করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আবদুল কাদের সৌরভ চাটখিল উপজেলার লামচর গ্রামের সর্দারবাড়ির গোলাম মাওলার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল কাদের সৌরভসহ তিন-চারজনের একটি দল দীর্ঘদিন ধরে সহজে পুলিশ ক্লিয়ারেন্স করে দেবেন বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন তাঁরা। এদিকে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তি হাঙ্গেরি, ইলিয়াছ নামের একজন লিথুনিয়া এবং ইমাম হোসেন নামের একজন সৌদি আরবে যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছিলেন। গত ১৩ সেপ্টেম্বর পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে গাবুয়ার একটি কম্পিউটার দোকানে যান তাঁরা। ওই দোকানে পরিচয় হয় আবদুল কাদের সৌরভসহ আরও তিনজনের সঙ্গে। এরপর মোবাইল ফোনে কথা হলে তাঁদের তিন দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স করে দেবেন বলে জানান।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ক্লিয়ারেন্স বাবদ ৪ হাজার ৮০০ টাকা নেন আবদুল কাদের সৌরভ। এর তিন দিন পর কুরিয়ারের মাধ্যমে ওই তিনজনের মধ্যে দুজনের ক্লিয়ারেন্স পাঠান আবদুল কাদের সৌরভ। সেখানে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে রামকৃষ্ণ সরকার ও বেগমগঞ্জ মডেল থানার ওসি হিসেবে মো. মুজাহিদুল ইসলাম নামে দুজনের নাম, সিল ও স্বাক্ষর ছিল। ক্লিয়ারেন্সটি এজেন্সিতে জমা দেওয়ার পর তাঁরা জানান এটি ভুয়া। উল্লেখ্য, নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এবং বেগমগঞ্জ মডেল থানার ওসির নাম আনোয়ারুল ইসলাম ।
এ ঘটনায় গত ৫ অক্টোবর বৃহস্পতিবার ভুক্তভোগী নূর মোহাম্মদ বাদী হয়ে আবদুল কাদের সৌরভ, মহরম আলী ও রাকিবুর রহমানের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও একাধিক ব্যক্তিকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। বাদীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আবদুল কাদের সৌরভকে গ্রেপ্তার করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বেগমগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা করায় আবদুল কাদের সৌরভ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ শনিবার সকালে আদালতে তোলা হবে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে আবদুল কাদের সৌরভ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে একটি ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স জব্দ করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আবদুল কাদের সৌরভ চাটখিল উপজেলার লামচর গ্রামের সর্দারবাড়ির গোলাম মাওলার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল কাদের সৌরভসহ তিন-চারজনের একটি দল দীর্ঘদিন ধরে সহজে পুলিশ ক্লিয়ারেন্স করে দেবেন বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন তাঁরা। এদিকে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তি হাঙ্গেরি, ইলিয়াছ নামের একজন লিথুনিয়া এবং ইমাম হোসেন নামের একজন সৌদি আরবে যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছিলেন। গত ১৩ সেপ্টেম্বর পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে গাবুয়ার একটি কম্পিউটার দোকানে যান তাঁরা। ওই দোকানে পরিচয় হয় আবদুল কাদের সৌরভসহ আরও তিনজনের সঙ্গে। এরপর মোবাইল ফোনে কথা হলে তাঁদের তিন দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স করে দেবেন বলে জানান।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ক্লিয়ারেন্স বাবদ ৪ হাজার ৮০০ টাকা নেন আবদুল কাদের সৌরভ। এর তিন দিন পর কুরিয়ারের মাধ্যমে ওই তিনজনের মধ্যে দুজনের ক্লিয়ারেন্স পাঠান আবদুল কাদের সৌরভ। সেখানে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে রামকৃষ্ণ সরকার ও বেগমগঞ্জ মডেল থানার ওসি হিসেবে মো. মুজাহিদুল ইসলাম নামে দুজনের নাম, সিল ও স্বাক্ষর ছিল। ক্লিয়ারেন্সটি এজেন্সিতে জমা দেওয়ার পর তাঁরা জানান এটি ভুয়া। উল্লেখ্য, নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এবং বেগমগঞ্জ মডেল থানার ওসির নাম আনোয়ারুল ইসলাম ।
এ ঘটনায় গত ৫ অক্টোবর বৃহস্পতিবার ভুক্তভোগী নূর মোহাম্মদ বাদী হয়ে আবদুল কাদের সৌরভ, মহরম আলী ও রাকিবুর রহমানের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও একাধিক ব্যক্তিকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। বাদীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আবদুল কাদের সৌরভকে গ্রেপ্তার করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বেগমগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা করায় আবদুল কাদের সৌরভ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ শনিবার সকালে আদালতে তোলা হবে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
১ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
১ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
১ ঘণ্টা আগে