Ajker Patrika

বেগমগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা, গ্রেপ্তার ১ 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১০: ২৭
বেগমগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা, গ্রেপ্তার ১ 

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে আবদুল কাদের সৌরভ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে একটি ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স জব্দ করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

আবদুল কাদের সৌরভ চাটখিল উপজেলার লামচর গ্রামের সর্দারবাড়ির গোলাম মাওলার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল কাদের সৌরভসহ তিন-চারজনের একটি দল দীর্ঘদিন ধরে সহজে পুলিশ ক্লিয়ারেন্স করে দেবেন বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন তাঁরা। এদিকে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তি হাঙ্গেরি, ইলিয়াছ নামের একজন লিথুনিয়া এবং ইমাম হোসেন নামের একজন সৌদি আরবে যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছিলেন। গত ১৩ সেপ্টেম্বর পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে গাবুয়ার একটি কম্পিউটার দোকানে যান তাঁরা। ওই দোকানে পরিচয় হয় আবদুল কাদের সৌরভসহ আরও তিনজনের সঙ্গে। এরপর মোবাইল ফোনে কথা হলে তাঁদের তিন দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স করে দেবেন বলে জানান। 

পুলিশ সূত্রে আরও জানা যায়, ক্লিয়ারেন্স বাবদ ৪ হাজার ৮০০ টাকা নেন আবদুল কাদের সৌরভ। এর তিন দিন পর কুরিয়ারের মাধ্যমে ওই তিনজনের মধ্যে দুজনের ক্লিয়ারেন্স পাঠান আবদুল কাদের সৌরভ। সেখানে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে রামকৃষ্ণ সরকার ও বেগমগঞ্জ মডেল থানার ওসি হিসেবে মো. মুজাহিদুল ইসলাম নামে দুজনের নাম, সিল ও স্বাক্ষর ছিল। ক্লিয়ারেন্সটি এজেন্সিতে জমা দেওয়ার পর তাঁরা জানান এটি ভুয়া। উল্লেখ্য, নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এবং বেগমগঞ্জ মডেল থানার ওসির নাম আনোয়ারুল ইসলাম । 

এ ঘটনায় গত ৫ অক্টোবর বৃহস্পতিবার ভুক্তভোগী নূর মোহাম্মদ বাদী হয়ে আবদুল কাদের সৌরভ, মহরম আলী ও রাকিবুর রহমানের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও একাধিক ব্যক্তিকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। বাদীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আবদুল কাদের সৌরভকে গ্রেপ্তার করে। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বেগমগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা করায় আবদুল কাদের সৌরভ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ শনিবার সকালে আদালতে তোলা হবে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত