কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মো. সাআদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে সৈকতের লাবণি পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক স্রোতের টানে ভেসে যান। এর আগে বেলা ১টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট মোহাম্মদ আলীফ (১১) নামে একটি পর্যটক শিশু ভেসে যায়। তাকে লাইফগার্ড কর্মীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছেন।
নিহত মো. সাআদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকার মো. আহসান উল্লাহর ছেলে। জীবিত উদ্ধার মোহাম্মদ আলীফ ঢাকার কল্যাণপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
জেলা প্রশাসনের বিচকর্মী বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, বেলা ২টার দিকে সৈকতের লাবণি পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান মো. সাআদ। তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার পর মারা যান।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেহরিন আলম আজকের পত্রিকাকে বলেন, পর্যটক মো. সাআদসহ কয়েকজন বন্ধু ঈদ উপলক্ষে আজ সকালে কক্সবাজার বেড়াতে আসেন। তাঁরা হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকার মোরশেদা রিসোর্টে উঠেছিলেন। পরে বেলা ২ টার দিকে বন্ধুরা মিলে সৈকতের লাবণি পয়েন্টে গোসল করতে যান।
এ সময় সাগরে ভাটার তীব্র স্রোতের টানে সাআদ ভেসে যান। লাইফগার্ড কর্মীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে সাআদকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাত দিয়ে এএসপি শেহরিন আরও বলেন, ভেসে যাওয়ার সময় অতিরিক্ত লবণপানি পান করায় পর্যটক সাআদের মৃত্যু হয়েছে। মৃত পর্যটকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মো. সাআদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে সৈকতের লাবণি পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক স্রোতের টানে ভেসে যান। এর আগে বেলা ১টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট মোহাম্মদ আলীফ (১১) নামে একটি পর্যটক শিশু ভেসে যায়। তাকে লাইফগার্ড কর্মীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছেন।
নিহত মো. সাআদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকার মো. আহসান উল্লাহর ছেলে। জীবিত উদ্ধার মোহাম্মদ আলীফ ঢাকার কল্যাণপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
জেলা প্রশাসনের বিচকর্মী বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, বেলা ২টার দিকে সৈকতের লাবণি পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান মো. সাআদ। তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার পর মারা যান।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেহরিন আলম আজকের পত্রিকাকে বলেন, পর্যটক মো. সাআদসহ কয়েকজন বন্ধু ঈদ উপলক্ষে আজ সকালে কক্সবাজার বেড়াতে আসেন। তাঁরা হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকার মোরশেদা রিসোর্টে উঠেছিলেন। পরে বেলা ২ টার দিকে বন্ধুরা মিলে সৈকতের লাবণি পয়েন্টে গোসল করতে যান।
এ সময় সাগরে ভাটার তীব্র স্রোতের টানে সাআদ ভেসে যান। লাইফগার্ড কর্মীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে সাআদকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাত দিয়ে এএসপি শেহরিন আরও বলেন, ভেসে যাওয়ার সময় অতিরিক্ত লবণপানি পান করায় পর্যটক সাআদের মৃত্যু হয়েছে। মৃত পর্যটকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধর করা হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
৪৩ মিনিট আগেপ্রতিবছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। সার্বিক পরিস্থিতির বিচারে সহিংসতার শিকার নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ ও বিচারকসহ সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক আ
২ ঘণ্টা আগেঢাকার শাহবাগ থানা কিছুটা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানা সরিয়ে এর প্রবেশ মুখ উত্তর দিকে করা হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আ
২ ঘণ্টা আগেইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
৩ ঘণ্টা আগে