Ajker Patrika

ছেলের কবরের বেড়ার বাঁশ কাটতে গিয়ে বাবারও মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৪, ২১: ৩১
ছেলের কবরের বেড়ার বাঁশ কাটতে গিয়ে বাবারও মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের কুলখানির দিনে কবরে বেড়া দিতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম সাদেকুর রহমান ভূঁইয়া। চার দিন আগে গত সোমবার দুই বন্ধুসহ তেল আনতে গিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘরে ট্রাকচাপায় নিহত হন তাঁর ছেলে শাহাদাৎ হোসেন। পরে তাঁকে গ্রামের বাড়ি আখাউড়ার আনোয়ারপুর গ্রামে দাফন করা হয়। 

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী কালু জানান, সাদেকুর রহমান ভূঁইয়া দুই ছেলে এবং এক মেয়ের বাবা ছিলেন। বড় ছেলে সৌদিপ্রবাসী। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে শাহাদাৎ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়াশোনা করতেন। শাহাদাৎ তাঁর মাকে নিয়ে জেলা শহরে ভাড়া বাসায় বাস করতেন। সম্প্রতি শাহাদাৎকে মোটরসাইকেল কিনে দেন সাদেকুর রহমান। কিন্তু এ মোটরসাইকেল কেড়ে নিল ছেলের প্রাণ। 

সাদেকুর রহমান ভূঁইয়া। ছবি: সংগৃহীত ছেলের মৃত্যু সইতে না সইতেই আজ ছেলের কবরে বেড়া দিতে বাগানে বাঁশ কাটতে যান সাদেকুর রহমান। এ সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত