নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে দুই ভাইসহ ৩ জনের লাশ উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১৫: ০১
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে গুনিয়াউক ইউনিয়ন গুটমা গ্রামের ওই সেপটিক ট্যাংক থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করেন। 

নিহতদের মধ্যে আলম মিয়া ও শফিক মিয়া দুজন আপন ভাই। তবে আরেজনের পরিচয় জানা যায়নি। 

স্থানীয় লোকজন জানান, উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের বাজারের কাছে আহাদ মিয়ার একটি ভবনে কাজ করতেন তাঁরা। আজ সকালে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকের কাঠের মাচা খুলতে ভেতরে প্রবেশ করেন তাঁরা। অনেকক্ষণ পার হলে তিনজনের কোনো শব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে দেখতে পান সবাই মারা গেছেন।  

স্থানীয় বাসিন্দা মো. মালেক মিয়া বলেন, ‘সকাল বেলা তাঁরা তিনজন সেপটিক ট্যাংকে মাচা খুলতে নামেন।  ট্যাংকের ভেতর সাড়া না পেয়ে গিয়ে দেখা যায় তাঁরা মারা গেছেন।’ 

নিহতের ভাই মো. নুরে আলম জানান, ‘আলম ও শফিক আমার আপন দুই ভাই। তারা এখানে কাজ করত। তারা সেপটিক ট্যাংকের ভিতরে পড়ে মারা গেছে।’ 

এ বিষয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ জানান, ‘সেপটিক ট্যাংকের ভেতরে বিভিন্ন গ্যাসের কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ 

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ‘আমরা ধারণা করছি গ্যাসের কারণে এমন হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা পরে বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত