Ajker Patrika

বন্দুকযুদ্ধে নিহত দুজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৯
বন্দুকযুদ্ধে নিহত দুজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

রাঙামাটি বাঘাইছড়িতে পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত দুজনের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। নিহত দুজন ছিলেন ইউপিডিএফের বাঘাইছড়ি পরিচালক জানং চাকমা এবং জেএসএস দলের সশস্ত্র কমান্ডার তুজিম চাকমা। 

এর আগে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই কিলো নামক স্থানে বন্দুকযুদ্ধে তাঁরা নিহত হন। এ সময় মনির হোসেন নামে স্থানীয় একজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। 

বাঘাইছড়ি থানার পুলিশের উপপরিদর্শক সাইদ আসাদ বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কেউ না নিলে বেওয়ারিশ হিসেবে দাহ করা হবে। মামলার বাদী পাওয়া না গেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত