Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ‘মাদকের মামলার আসামি’ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৮: ২৫
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ‘মাদকের মামলার আসামি’ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে আইয়ুব নূর (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি একজন মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে নিহতকে ‘নির্দোষ’ বলছেন তাঁর স্বজনরা।

আজ বৃহস্পতিবার ভোরে জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মাদক কারবারিদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেনের। 

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আদমপুর গ্রামের আইয়ুব নূরের পরিবারের প্রায় সবাই মাদক কারবারি। এদের মধ্যে আইয়ুব নূরের নামে ৫টি, তার দুই ছেলে আরিফ নূরের নামে ৫টি, তোফাজ্জলের নামে ১০টি মামলা আছে। আরিফ নূরের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।’

তিনি আরও বলেন, বৃহস্পতিবার ভোরে বিজরনগর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. সাঈদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আরিফকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এ সময় পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে পুলিশকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। তখন দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আরিফকে ছিনিয়ে যায়। হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তখন পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিতে আহত হন আইয়ুব নূর, সালমা বেগম ও ইমন নামে এক কিশোর। আহতদের ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আইয়ুব নূর।

আহত পুলিশ সদস্য তুষারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে নিহত আইয়ুব নূরের মরদেহ দুপুরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে আনা হয়েছে। 

নিহত আইয়ুব নূরের স্ত্রী সেলিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, তার স্বামী নির্দোষ, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। তার স্বামীকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এ সময় তিনি স্বামী হত্যার বিচার দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত