Ajker Patrika

নাফ নদীতে প্লাস্টিকের বস্তায় মিলল ৪ লাখ ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৪: ০৪
নাফ নদীতে প্লাস্টিকের বস্তায় মিলল ৪ লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার রাতে টেকনাফের আলুগোলা এলাকা থেকে এসব জব্দ করা হয়।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের নাজিরপাড়ার আলুগোলা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে আসছে।

এ সময় একটি নৌকা নাফ নদীর কিনারায় এসে টহল দলের উপস্থিতি টের পেয়ে পাঁচ-ছয়জন তীরবর্তী কেওড়া বাগানে পালিয়ে যায়। পরে টহল দল নৌকা থেকে চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাগুলো থেকে ৪ লাখ ইয়াবা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহিউদ্দীন আহমেদ জানান, জব্দ নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত