প্রধানমন্ত্রীকে নকশি কাঁথা উপহার দিলেন ঘর পাওয়া রহিমা

তানিম আহমেদ, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ১৫: ৪১
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৫: ৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বানানো দুটি নকশি কাঁথা উপহার দিয়েছেন চট্টগ্রামের আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া রহিমা আক্তার। আজ মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজিগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই উপহার দেন রহিমা। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রহিমা আক্তার বলেন, ‘আপনার দেওয়া ঘরে বসবাস করে দুইটা কাঁথা সেলাই করেছি। আপনাকে অবশ্যই অবশ্যই এই কাঁথাগুলো নিতে হবে। আমার কাছে মূল্যবান আর কিছু দেওয়ার নাই। এই দুটি কাঁথা সেলাই করছি। আপনি আমার কাছ থেকে নেবেন।’ এই সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আচ্ছা।’ 

আশ্রয়ণ প্রকল্পের ঘরটিকে ফাইভ স্টার হোটেলের মতো মনে করেন রহিমা। তিনি বলেন, ‘একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র। বিল্ডিংটা দেখলে মনে হয়, ফাইভ স্টার হোটেলের মতো। আমি মনে করি অ্যাঁর (আমার) বিল্ডিংটা ফাইভ স্টার হোটেল।’ 

রহিমা আক্তার প্রধানমন্ত্রীকে জানান, তিনি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত অন্য বাচ্চাদের আরবি পড়ান এবং তাঁর মেয়ে বাংলা, ইংরেজি ও অঙ্ক প্রাইভেট পড়ান। 

রহিমা বলেন, ‘সব মিলিয়ে আমাদের ১০-১৫ হাজার টাকা ইনকাম (আয়) হয়। এই আয় দিয়ে একটি ফ্রিজ কিনছি। প্রতিদিন আপনাকে দেখার জন্য একটা টিভি নিছি। এ ছাড়া একটা খাট নিছি।’ 

আরেক উপকারভোগী ইয়ার মোহাম্মদ বলেন, ‘আমি একদম নিরাশ্রয়। আমার মা-বাবাও আশ্রয় দিতে পারে নাই। অ্যাঁর (আমার) মতো জেলে মানুষকে টোঁয়ায়ে (খুঁজে) একটা ঘর দিছেন। অনেক কৃতজ্ঞ।’ 

ঘরসহ দুই শতক জমির বিষয়টি উল্লেখ করে ইয়ার মোহাম্মদ বলেন, ‘আমার বিবেক অনুযায়ী প্রধানমন্ত্রী আমারে ২০ লাখ টাকার মালিক বানায়ে দিয়েছেন। আমি অনেক খুশি।’ 

এ সময় প্রধানমন্ত্রীকে আনোয়ারায় আমন্ত্রণ জানান ইয়ার মোহাম্মদ। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত