সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৪২
Thumbnail image

নোয়াখালীর সুবর্ণচরের পানিতে ডুবে তাইফা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর মজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার পূর্ব চরবাটা ইউপির দক্ষিণ চর মজিদ এলাকার শাহাব উদ্দিনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সাড়ে ১০টার দিকে পরিবারের লোকজন পুকুরে থালাবাটি ধোয়ার জন্য গেলে শিশুটি তাঁদের পেছনে যায়। পরিবারের লোকজন পুকুর থেকে বেখেয়ালে চলে এলে তাদের অগোচরে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ না দেখে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে জাল টেনে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল সরওয়ার বলেন, হাসপাতালে মৃত অবস্থায় শিশুটিকে আনা হয়েছে।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত