মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে ইউপিডিএফের কর্মী নিহতের ঘটনায় সড়ক অবরোধ চলছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে ইউপিডিএফের (মূল) ডাকে এই কর্মসূচি শুরু হয়। তাই জেলার পাঁচ উপজেলা ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বন্ধ ছিল গাড়ি চলাচল। পুলিশের প্রহরায় গাড়ি চললেও মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ নিয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছারুল করিম বলেন, ‘ইউপিডিএফের ডাকা অবরোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কেও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।
আজ সকাল ৬টার দিকে মানিকছড়ি কলেজ ও কলেজিয়েট স্কুলসংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেন ইউপিডিএফের (মূল) কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আগুন নিভিয়ে এবং গাছের গুঁড়ি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়।
অন্যদিক একই সময়ে মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে ইউপিডিএফ (মূল) দলের ডাকা আধাবেলা সড়ক অবরোধের সমর্থনে পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা লক্ষ্মীছড়িগামী ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ছাড়া অটোরিকশাচালক ও যাত্রীদের কাছ থেকে ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেন পিকেটাররা।
এ সময় পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা গাড়িগুলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলে অটো ও মোটরসাইকেলচালকেরা অনুরোধ করে রক্ষা পান।
উল্লেখ্য, খাগড়াছড়ির মানিকছড়িতে গত রোববার হ্লাচিং মং মারমা (উষা) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী গণপিটুনিতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনার পর আজ বুধবার সকাল সাড়ে ৫ থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধের ডাক দেয় দলটি।
খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে ইউপিডিএফের কর্মী নিহতের ঘটনায় সড়ক অবরোধ চলছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে ইউপিডিএফের (মূল) ডাকে এই কর্মসূচি শুরু হয়। তাই জেলার পাঁচ উপজেলা ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বন্ধ ছিল গাড়ি চলাচল। পুলিশের প্রহরায় গাড়ি চললেও মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ নিয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছারুল করিম বলেন, ‘ইউপিডিএফের ডাকা অবরোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কেও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।
আজ সকাল ৬টার দিকে মানিকছড়ি কলেজ ও কলেজিয়েট স্কুলসংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেন ইউপিডিএফের (মূল) কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আগুন নিভিয়ে এবং গাছের গুঁড়ি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়।
অন্যদিক একই সময়ে মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে ইউপিডিএফ (মূল) দলের ডাকা আধাবেলা সড়ক অবরোধের সমর্থনে পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা লক্ষ্মীছড়িগামী ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ছাড়া অটোরিকশাচালক ও যাত্রীদের কাছ থেকে ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেন পিকেটাররা।
এ সময় পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা গাড়িগুলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলে অটো ও মোটরসাইকেলচালকেরা অনুরোধ করে রক্ষা পান।
উল্লেখ্য, খাগড়াছড়ির মানিকছড়িতে গত রোববার হ্লাচিং মং মারমা (উষা) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী গণপিটুনিতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনার পর আজ বুধবার সকাল সাড়ে ৫ থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধের ডাক দেয় দলটি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে