চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রী হলো মো. তাহিম হাসান ফাহিম (১২)। সে হাজীগঞ্জ পৌরসভার পৌর এলাকার টোরাগড় এলাকার মজুমদারবাড়ির বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেনের ছোট ছেলে। আহতরা হলেন কাজী মনির হোসেন (৫৫) ও তাঁর স্ত্রী সীমা বেগম (৪০), মেয়ে মিথিলা আক্তার (১৭), ছেলে মো. হৃদয় (২২) এবং পুত্রবধূ সামিয়া আক্তার (১৯)।
দুর্ঘটনায় হতাহতের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানা হেফাজতে নিয়ে আসা হয়। কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, কাজী মনির হোসেন পরিবার নিয়ে নিজ বাড়িতে আসার জন্য ঢাকা থেকে লঞ্চে করে গতকাল সন্ধ্যায় চাঁদপুরে আসেন। এরপর তিনি চাঁদপুর থেকে অটোরিকশায় করে হাজীগঞ্জে আসছিলেন। পথে সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ সবাই গুরুতর আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ফহিম ঘটনাস্থলেই মারা যান।
হতাহত পরিবারের আত্মীয় হাজীগঞ্জ সরকারি মডেল স্কুলের শিক্ষক জহিরুল ইসলাম মজুমদার বলেন, ফাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং আহত কাজী মনির হোসেন ও তাঁর স্ত্রী এবং ছেলে হৃদয়কে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে তাঁর ছেলে হৃদয়ের স্ত্রী সামিয়া ও অটোরিকশাচালককে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সামিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
চাঁদপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রী হলো মো. তাহিম হাসান ফাহিম (১২)। সে হাজীগঞ্জ পৌরসভার পৌর এলাকার টোরাগড় এলাকার মজুমদারবাড়ির বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেনের ছোট ছেলে। আহতরা হলেন কাজী মনির হোসেন (৫৫) ও তাঁর স্ত্রী সীমা বেগম (৪০), মেয়ে মিথিলা আক্তার (১৭), ছেলে মো. হৃদয় (২২) এবং পুত্রবধূ সামিয়া আক্তার (১৯)।
দুর্ঘটনায় হতাহতের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানা হেফাজতে নিয়ে আসা হয়। কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, কাজী মনির হোসেন পরিবার নিয়ে নিজ বাড়িতে আসার জন্য ঢাকা থেকে লঞ্চে করে গতকাল সন্ধ্যায় চাঁদপুরে আসেন। এরপর তিনি চাঁদপুর থেকে অটোরিকশায় করে হাজীগঞ্জে আসছিলেন। পথে সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ সবাই গুরুতর আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ফহিম ঘটনাস্থলেই মারা যান।
হতাহত পরিবারের আত্মীয় হাজীগঞ্জ সরকারি মডেল স্কুলের শিক্ষক জহিরুল ইসলাম মজুমদার বলেন, ফাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং আহত কাজী মনির হোসেন ও তাঁর স্ত্রী এবং ছেলে হৃদয়কে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে তাঁর ছেলে হৃদয়ের স্ত্রী সামিয়া ও অটোরিকশাচালককে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সামিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ফুলকপিচাষি রেজাউল ইসলাম বলেন, ‘এ বছর পাঁচ বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছি। প্রথম দিকে ভালো দামে বিক্রি করতে পারলেও শেষ দিকে এসে ক্রেতা পাওয়া যাচ্ছে না। এখন বাজারে ফুলকপির দাম একেবারেই কম। তাই এগুলো আর বিক্রি হচ্ছে না। জমিতেই সব কপি নষ্ট হয়ে গেছে।’
১০ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাধিক হলে থেকে আগুনে পোড়া পবিত্র কোরআন শরিফ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোর থেকে দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষার্থীরা অর্ধপোড়ানো কোরআন উদ্ধার করেন। একই সঙ্গে শহীদ জিয়াউর রহমান হলের দেয়ালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লোগো পদ্ম ফুলের ছবিও আঁকা দেখা যায়।
২০ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন আজাদ বক্স নামে এক ব্যক্তি। আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগেকৃষকেরা বলছেন, সার, কীটনাশক ও দিনমজুরের খরচ বেড়ে যাওয়ায় আলুর উৎপাদন ব্যয় অনেক বেড়েছে। ফলে বর্তমান বাজারদর অনুযায়ী আলু বিক্রি করে লাভের পরিবর্তে লোকসান গুনছেন তাঁরা। কৃষি বিভাগের তথ্যমতে, গত বছর আলুতে ভালো লাভ হওয়ায় এবার আবাদ বেড়েছে। কিন্তু চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় দাম কমেছে।
১ ঘণ্টা আগে