কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে পিকআপ পাহাড়ের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সীমান্ত সড়কের শুক্কুরছড়ি চার কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম নবী হোসেন (২৮)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা জাফর আহম্মদের ছেলে। এ ঘটনায় আহত দুই ব্যক্তি মোহাম্মদ কালা মিয়া (৪০) এবং মোহাম্মদ ইয়াসিনও কুতুপালং এলাকার বাসিন্দা। তাঁরা সবাই বিলাইছড়ি-রাজস্থলী সীমান্ত সড়কে কাজ করছিলেন।
স্থানীয়রা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ করে পিকআপ গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। শুক্কুরছড়ি ৪ কিলো নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ সময় গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় এবং ঘটনাস্থলেই নবী হোসেনের মৃত্যু হয়।
রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে হাসপাতালে দুর্ঘটনায় পড়া তিনজনকে আনা হলে একজনকে মৃত পাওয়া যায়। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে পিকআপ পাহাড়ের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সীমান্ত সড়কের শুক্কুরছড়ি চার কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম নবী হোসেন (২৮)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা জাফর আহম্মদের ছেলে। এ ঘটনায় আহত দুই ব্যক্তি মোহাম্মদ কালা মিয়া (৪০) এবং মোহাম্মদ ইয়াসিনও কুতুপালং এলাকার বাসিন্দা। তাঁরা সবাই বিলাইছড়ি-রাজস্থলী সীমান্ত সড়কে কাজ করছিলেন।
স্থানীয়রা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ করে পিকআপ গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। শুক্কুরছড়ি ৪ কিলো নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ সময় গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায় এবং ঘটনাস্থলেই নবী হোসেনের মৃত্যু হয়।
রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে হাসপাতালে দুর্ঘটনায় পড়া তিনজনকে আনা হলে একজনকে মৃত পাওয়া যায়। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
২২ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৩ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৩ ঘণ্টা আগে