ফেনী প্রতিনিধি
ফেনীর পুলিশ লাইনস এলাকার মিছবাহুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইসরাফিল হোসেন ইফাতের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে মাদ্রাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, মাদ্রাসার ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
ইফাত কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের ওমান প্রবাসী মো. ইয়াসিনের ছেলে।
এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. ইউনুছ জানান, গত ৫ দিন আগে ইফাত মাদ্রাসা থেকে চলে গেলে গতকাল শুক্রবার বিকেলে তার মা জোর করে মাদ্রাসায় রেখে যান। তার নিরাপত্তার কথা চিন্তা করে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে রাখতে অস্বীকৃতি জানালেও তাকে রেখে যাওয়া হয়। একপর্যায়ে ভোরে পড়ার সময় তাকে ক্লাসে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করা হয়। এর কিছুক্ষণ পর বাড়ির মালিক হাজি রিয়াজ উদ্দিন খবর দেন একজন ছাত্রের মরদেহ ভবনের পাশে রাস্তায় পড়ে আছে। পরে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ইফাতের সহপাঠী মোবারক হোসেন বলছে, জামা আনতে যাওয়ার কথা বলে তাকে রাত ৩.৫৫ মিনিটে সিঁড়ি দিয়ে ছাদের দিকে ডেকে নিয়ে যায় ইফাত। কিন্তু অন্ধকার হওয়ায় সে আর ছাদে না গিয়ে ৫ তলা থেকে রুমে চলে আসে। পরে ঘটনাটি জানতে পারে সে।
এ বিষয়ে ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. ইফরান খান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ভাঙা বালতি জব্দ করা হয়েছে।’
ফেনীর পুলিশ লাইনস এলাকার মিছবাহুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইসরাফিল হোসেন ইফাতের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে মাদ্রাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, মাদ্রাসার ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
ইফাত কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের ওমান প্রবাসী মো. ইয়াসিনের ছেলে।
এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. ইউনুছ জানান, গত ৫ দিন আগে ইফাত মাদ্রাসা থেকে চলে গেলে গতকাল শুক্রবার বিকেলে তার মা জোর করে মাদ্রাসায় রেখে যান। তার নিরাপত্তার কথা চিন্তা করে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে রাখতে অস্বীকৃতি জানালেও তাকে রেখে যাওয়া হয়। একপর্যায়ে ভোরে পড়ার সময় তাকে ক্লাসে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করা হয়। এর কিছুক্ষণ পর বাড়ির মালিক হাজি রিয়াজ উদ্দিন খবর দেন একজন ছাত্রের মরদেহ ভবনের পাশে রাস্তায় পড়ে আছে। পরে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ইফাতের সহপাঠী মোবারক হোসেন বলছে, জামা আনতে যাওয়ার কথা বলে তাকে রাত ৩.৫৫ মিনিটে সিঁড়ি দিয়ে ছাদের দিকে ডেকে নিয়ে যায় ইফাত। কিন্তু অন্ধকার হওয়ায় সে আর ছাদে না গিয়ে ৫ তলা থেকে রুমে চলে আসে। পরে ঘটনাটি জানতে পারে সে।
এ বিষয়ে ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. ইফরান খান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ভাঙা বালতি জব্দ করা হয়েছে।’
নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেখাম ছাড়া নারী দিবসের চিঠি দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির ওপর ক্ষিপ্ত হয়েছেন জামায়াতের এক কর্মী। এমনকি ওই কর্মকর্তাকে সালথা ছেড়ে চলে যেতে বলা হয়। আজ বৃহস্পতিবার মহিলা কর্মকর্তার মোবাইল ফোনে এ কথা বলেন ওয়ালি উজ জামান নামের এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আরাফাত মামুন রাউজানে যুবদলের নেতা হিসেবে পরিচিত। বিএনপির সক্রিয় রাজনীতি করলেও তাঁর কোনো পদ-পদবি নেই।
১ ঘণ্টা আগে