সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের ৮০০ ব্রয়লার মুরগি মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের খুরশিদ আলম ভূঞার বাড়ির খামারে এ ঘটনা ঘটে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, খামার মালিক নজরুল ইসলাম পলাশ।
ক্ষতিগ্রস্ত খামার মালিক ও এলাকাবাসী জানান, নজরুল ইসলাম গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন শুরু করেন। পুরো এলাকা গত দুই দিন বুধবার ও বৃহস্পতিবার প্রচণ্ড গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুতের জন্য বারবার মোবাইল ফোনে কল দিয়েও কোনো সাড়া পাননি তিনি। ফলে গতকাল বেলা ৩টার দিকে মুরগিগুলো মরে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম বলেন, ‘বর্ধিত মূল্যে পোলট্রি খাদ্য খাইয়ে লাভের আশায় মুরগিগুলো খামারে লালন-পালন করেছিলাম। প্রতিটি মুরগি প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের ছিল। কিন্তু প্রচণ্ড গরম ও ভয়াবহ লোডশেডিংয়ে আমার ৮০০ মুরগি মারা গেল। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। পরবর্তী সময়ে কীভাবে খামার পরিচালনা করব, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’
অভিযোগের বিষয়ে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ বলেন, গত দুই-তিন দিন যাবৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করেছিল। প্রচণ্ড গরমের মধ্যে চাহিদার তুলনায় ৪৪ শতাংশ বিদ্যুৎ পেয়েছি। এ ছাড়া ৩৩ কেভি ভোল্টেজের মধ্যে ১০ কেভি ভোল্টেজে নেমে যায়। ফলে চাহিদা মোতাবেক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
প্রকৌশলী আরও বলেন, ‘লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের মুরগি মারা গেছে বলে খবর পেয়েছি।’
ফেনীর সোনাগাজীতে লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের ৮০০ ব্রয়লার মুরগি মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের খুরশিদ আলম ভূঞার বাড়ির খামারে এ ঘটনা ঘটে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, খামার মালিক নজরুল ইসলাম পলাশ।
ক্ষতিগ্রস্ত খামার মালিক ও এলাকাবাসী জানান, নজরুল ইসলাম গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন শুরু করেন। পুরো এলাকা গত দুই দিন বুধবার ও বৃহস্পতিবার প্রচণ্ড গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুতের জন্য বারবার মোবাইল ফোনে কল দিয়েও কোনো সাড়া পাননি তিনি। ফলে গতকাল বেলা ৩টার দিকে মুরগিগুলো মরে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম বলেন, ‘বর্ধিত মূল্যে পোলট্রি খাদ্য খাইয়ে লাভের আশায় মুরগিগুলো খামারে লালন-পালন করেছিলাম। প্রতিটি মুরগি প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের ছিল। কিন্তু প্রচণ্ড গরম ও ভয়াবহ লোডশেডিংয়ে আমার ৮০০ মুরগি মারা গেল। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। পরবর্তী সময়ে কীভাবে খামার পরিচালনা করব, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’
অভিযোগের বিষয়ে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ বলেন, গত দুই-তিন দিন যাবৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করেছিল। প্রচণ্ড গরমের মধ্যে চাহিদার তুলনায় ৪৪ শতাংশ বিদ্যুৎ পেয়েছি। এ ছাড়া ৩৩ কেভি ভোল্টেজের মধ্যে ১০ কেভি ভোল্টেজে নেমে যায়। ফলে চাহিদা মোতাবেক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
প্রকৌশলী আরও বলেন, ‘লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের মুরগি মারা গেছে বলে খবর পেয়েছি।’
নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন...
৩ মিনিট আগে‘সুস্থ দেহ সুস্থ মন, হাঁটব আমি যতক্ষণ’—এই স্লোগানে চাঁদপুরে প্রথমবারের মতো ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো হাঁটা ম্যারাথন (ওয়াকথন) প্রতিযোগিতা। আজ শনিবার ভোর সাড়ে ৬টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
৯ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।
২৭ মিনিট আগেঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে