কক্সবাজারের গহীন জঙ্গলে র‍্যাবের অভিযান, অস্ত্রসহ আটক ৩

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৫
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৩

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের জুমপাড়া এলাকার গহীন জঙ্গলে অস্ত্র তৈরির একটি কারখানা থেকে তিনজনকে আটক করেছে র‍্যাব-৭। এ সময় আটটি অস্ত্র, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ জব্দ করা হয়।

গতকাল বুধবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

আটককৃতরা হলেন টইটং ইউনিয়নের নাপিতখালী এলাকার সিদ্দিক আহমেদর ছেলে আমিরুল ইসলাম (৩৮), জুমপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে আব্দুল গফুর (৩০) এবং একই এলাকার মো. মুছার ছেলে মো. বাদশা (২৮)।

লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসী হামিদ বাহিনীর অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধানে টইটং ইউনিয়নের গহীন জঙ্গলে ঘেরা আটটি পাহাড়ে আমরা অভিযান চালাই। ৪৮ ঘণ্টার এই অভিযানে আমরা নির্জন পাহাড়ের একটি ঘরে অস্ত্র তৈরির কারখানাটির সন্ধান পাই। সেখান থেকে অবৈধ অস্ত্র তৈরির নানা উপকরণ ও দেশীয় আটটি অস্ত্র জব্দ করা হয়।

কর্নেল ইউসুফ বলেন, ‘সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আটক তিনজনকে থানায় হস্তান্তর করা হবে। সন্ত্রাসী হামিদকে ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত