Ajker Patrika

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২৪, ১১: ২১
কক্সবাজার সমুদ্রসৈকত থেকে তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে শহরের কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরুণীর বয়স ১৮ থেকে ২০ বছর হবে। তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি রাকিবুজ্জামান বলেন, ‘গতকাল রাত ৯টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে মেম্বারঘাটা এলাকায় জোয়ারের পানিতে একজনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় এক শিশু। পরে নুরুল আলম নামের এক স্থানীয় বাসিন্দা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে।’ 

ওসি রাকিবুজ্জামান আরও বলেন, ‘নিহত তরুণীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে, তাঁর কপালের ডান পাশে আঘাতের সামান্য চিহ্ন দেখা গেলেও তা অনেক দিন আগের। তাঁর মাথায় খাটো চুল রয়েছে। পরনে ছিল থ্রিপিস।’ 

অজ্ঞাত তরুণীর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি বলে জানান ওসি রাকিবুজ্জামান। তিনি বলেন, ‘নিহতের পরিচয় নিশ্চিত হতে এবং মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

ধর্ষণ ও তিন খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে, ভয়ে বাদী

আটকের ভয়ে সকাল থেকে উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান, বিকেলে বেরিয়ে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত