Ajker Patrika

মানিকছড়িতে ঘুরতে গিয়ে হ্রদের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২৪, ২১: ৫১
মানিকছড়িতে ঘুরতে গিয়ে হ্রদের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়িতে পার্কে ঘুরতে গিয়ে হ্রদের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া মাদ্রাসাছাত্র হলো মানিকছড়ি গুচ্ছগ্রামের মো. নজরুল ইসলামের ছেলে ইসরাফিল (১৫)। সে উপজেলা সদরের কাশিমুল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। 

মাদ্রাসাছাত্রের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন। তিনি বলেন, ‘ইসরাফিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কের পরিচালক সাদাব ইয়াছিন বলেন, ‘ঈদের দিনদুপুরে ইসরাফিলসহ তিনজন সহপাঠী পার্কের হ্রদে নৌকা নিয়ে ঘুরতে যায়। একপর্যায়ে নৌকা পাড়ে ভিড়িয়ে হ্রদে নেমে পড়ে সে। এরপর আবারও লাফ দিয়ে নৌকায় উঠতে গিয়ে উল্টে পড়ে যায় ইসরাফিল।

সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় ইসরাফিল। একপর্যায়ে তাকে পানির নিচ থেকে স্বেচ্ছাসেবীরা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে আনেন। এ সময় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দিন জানান, মাদ্রাসাছাত্র ইসরাফিলকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া জানান, পানিতে তলিয়ে যাওয়া মাদ্রাসাছাত্রকে স্বেচ্ছাসেবীরা তুলে হাসপাতালে আনলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত